Ajker Patrika

রঙিন সংবর্ধনায় মরক্কোর ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১১: ২৮
রঙিন সংবর্ধনায় মরক্কোর ফুটবলাররা

২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কো। দলটা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি, হয়নি রানার্সআপও। তবে এবারের বিশ্বকাপে মরোক্কান ফুটবলাররা যা করে দেখিয়েছেন, সেটি তাঁদের কাছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আর বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর ফুটবলাররা পেয়েছেন বীরোচিত সংবর্ধনা।

দেশে ফেরার পর রাজধানী রাবাতে লাখো মানুষ তাঁদের বীরের বেশেই বরণ করে নিয়েছে।

গত মঙ্গলবার রাতে মরক্কো দল রাবাতে পৌঁছালে হাজারো সমর্থক আলোক শিখা আর উল্লাসে যোগ দেয়। প্রথম আরব বা আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই খোলা বাস থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশের উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানান। ফুটবলারদের বহন করা খোলা বাসের সঙ্গে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ফ্ল্যাশিং লাইটসহ সাইরেন বেজেছে। সমুদ্র উপকূলের রাজধানীতে আকাশে আতশবাজি ফাটানোর সঙ্গে সঙ্গে জনতা উল্লাস ফেটে পড়ে।

সংবর্ধনায় যোগ দিতে আসা মেকনেস শহরের ২৭ বছর বয়সী অ্যাডাম নাজাহ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দলকে নিয়ে খুব গর্বিত। কে জানে, হয়তো পরেরবার তারা কাপ জিততে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘এই ঐতিহাসিক দিনটি উপভোগ করতে এবং বিশ্বকাপে মরক্কোর সুন্দর গল্প উদ্‌যাপন করতে ৯০ মাইল ভ্রমণ করেছি।’

মরক্কোর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাজা ষষ্ঠ মোহাম্মদ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মরক্কোর ফুটবলারদের মায়েরাও। আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত