Ajker Patrika

ফিফার কাছে মার্তিনেজের আচরণের তদন্ত চায় ফরাসি মন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৪: ০৫
ফিফার কাছে মার্তিনেজের আচরণের তদন্ত চায় ফরাসি মন্ত্রী

৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তাই তাঁদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বাধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেছে পুরো আর্জেন্টিনার নাগরিকেরা। এর মধ্যে আবার এমিলিয়ানো মার্তিনেজের এমবাপ্পেকে করা ব্যঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ফরাসি এক মন্ত্রী। তাঁর দাবি ড্রেসিংরুমে উচ্ছ্বাসের সময় এমিলিয়ানো মার্তিনেজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার ফিফার কাছে এই দাবি করেছেন।

বিশ্বকাপ জয় শেষে ড্রেসিংরুমে উচ্ছ্বাস করার সময় এক মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনার দলের সদস্যরা। এ সময়ই মার্তিনেজ এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই মন্ত্রী। ফরাসি ওই অর্থমন্ত্রী বলেন, ‘ফিফা আসলে করছেটা কি? এটা খেলাধুলা মানেই ফেয়ার প্লের অংশ। এর মানে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যারা পরাজিত তাদের প্রতি তো সম্মান দেখাতেই হবে।’

এমিলিয়ানো মার্তিনেজকে সমালোচনা করে সাবেক ফরাসি ফুটবলারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনার দীর্ঘ প্রতীক্ষিত অধরা শিরোপা জয়ের সুযোগ করে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে তাঁর বিভিন্ন উদ্‌যাপনের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচিত ও আলোচিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত