Ajker Patrika

রোনালদোকে ব্যঙ্গ করে ফিফার টুইট নিয়ে আলোচনা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১: ০৯
রোনালদোকে ব্যঙ্গ করে ফিফার টুইট নিয়ে আলোচনা

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে পাঁচ দিনেরও বেশি। নিজের দল পর্তুগালের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে অবশ্য আরও আগে। কিন্তু এখনো ছুটিতেই রয়েছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় এখন ফ্রি ট্রান্সফার হয়েই আছেন। এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি জানুয়ারি থেকে কোন ক্লাবে খেলবেন এই মহাতারকা। অবশ্য এর মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।

প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর সর্বকালের সেরা খেলোয়াড় বিতর্ক উসকে দিয়েছে ফিফার টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট। লুসাইলের ফাইনালের দুই দিন পর (২০ ডিসেম্বর) করা এক টুইটে লেখা হয়েছিল ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ বিতর্কের নিষ্পত্তি। প্রত্যাশিত পুরস্কারটিও এখন সংগ্রহে। উত্তরাধিকারও সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে, লিওনেল মেসিও ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন।’ টুইটটি করার পরই বিতর্ক শুরু হলে পরে অবশ্য অ্যাকাউন্ট থেকে এটি মুছে ফেলা হয়। 

এদিকে ছুটিতে থাকা ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ দল নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও স্প্যানিশ দৈনিক মার্কা দাবি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। আড়াই-সাত বছরের চুক্তিতে সই করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তির প্রথম আড়াই বছর তিনি ফুটবলার হিসেবে খেলবেন। চুক্তির বাকি সময় আল নাসেরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন রোনালদো। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত