পারিপার্শ্বিকতা
যদি বলি পাখিদের নিয়ে কোনো কথা
সব পাখি উড়ে যায় ফেরত ডানায়
মাছরাঙা জলে-চোখ অবিচল আস্থা
পরিযায়ী ছুটে চলে, কত ঠিকানায়।
উড়ুক্কু উড়ুক যত, মাছ তার নাম
ওড়া মানে পাখি নয়, জানে কয়জন
আকাশ হাওয়া ছুঁয়ে, ছুটে অবিশ্রাম
প্রকৃতির নিমন্ত্রণে, দূরত্ব যোজন।