Ajker Patrika

পারিপার্শ্বিকতা

সাইয়্যিদ মঞ্জু 
Thumbnail image

যদি বলি পাখিদের নিয়ে কোনো কথা
সব পাখি উড়ে যায় ফেরত ডানায়
মাছরাঙা জলে-চোখ অবিচল আস্থা
পরিযায়ী ছুটে চলে, কত ঠিকানায়। 

উড়ুক্কু উড়ুক যত, মাছ তার নাম
ওড়া মানে পাখি নয়, জানে কয়জন
আকাশ হাওয়া ছুঁয়ে, ছুটে অবিশ্রাম
প্রকৃতির নিমন্ত্রণে, দূরত্ব যোজন। 

বিরল প্রজাতি বলে, যত নাম আসে
প্রজনন অক্ষম নাকি, পারিপার্শ্বিকতা
জেনেছ-কি কেউ কিছু বিয়োগ উৎসে
ঘর সব মুছে যায়, কাল যান্ত্রিকতা। 

বৃক্ষ ডালে সুর নৃত্য, মিষ্ট ঐকতান
নেই কিছু নেই দেখ, শিতান পৈতান!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত