‘অপ্রতিরোধ্য’ নারীদের সেরা ১৫-তে বাংলাদেশের আজমিরা
ট্র্যাকসুট পরে প্রতিদিন অনুশীলনে যেতেন বলে অনেক কটু কথা শুনতে হয়েছে আজমিরা আক্তারকে। কেরানীগঞ্জ থেকে নৌকায় বুড়িগঙ্গা নদী পার হয়ে যখন পল্টন মাঠে রাগবির অনুশীলনে আসতেন, তখন নৌকার মাঝিও জিজ্ঞেস করে বসতেন, ‘এই পোশাকে কই যান?’ পথেঘাটেও শুনতে হয়েছে অনেক বাঁকা মন্তব্য!