Ajker Patrika

১৯ মাস পর আবাসিক হলে শিক্ষার্থীরা, চকলেটে বরণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ৪১
১৯ মাস পর আবাসিক হলে শিক্ষার্থীরা, চকলেটে বরণ

১৯ মাস পর খুলে দেওয়া হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুটি আবাসিক হল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হলে শিক্ষার্থীদের মাস্ক ও চকলেট দিয়ে­ বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় হলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা। এদিন দুই হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে আবাসিক হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে ভোর থেকেই জিনিসপত্র নিয়ে নিজেদের হলের সামনে জড়ো হতে শুরু করেন তাঁরা। এর মাধ্যমে ১৯ মাস পর প্রাণচাঞ্চল্য ফিরল আবাসিক হলে।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবাসিক শিক্ষার্থী করোনার অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে নিজ নিজ হলে উঠতে পারবেন।

দোলনচাঁপা হলের শিক্ষার্থী পিউ বলেন, ‘দীর্ঘ ১৯ মাস পর আমরা ফিরতে পেরেছি আমাদের আবেগের জায়গায়। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

শিক্ষার্থী মোস্তাকিম মেহেদী বলেন, ‘আমি খুবই আনন্দিত দীর্ঘ সময় পর হলে ফিরতে পেরেছি।’

অগ্নিবীণা হল প্রভোস্ট নূরে আলম বলেন, হলের পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ সকল সমস্যার সমাধান করা হয়েছে।

এদিকে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ক্যাম্পাস পরিপূর্ণ হলো। এত দিন শিক্ষার্থী ছাড়া ফাঁকা ক্যাম্পাস ছিল। শিক্ষার্থীদের পেয়ে আমার দায়িত্বের পূর্ণতা অনুভব করছি। আমি অনুরোধ করব, শিক্ষার্থীরা যেন নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত