Ajker Patrika

তিন ধাপে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ২৪
তিন ধাপে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটের মাধ্যমে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। গতকাল সোমবার দুপুর ১২টায় শুরু হয় ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির এই পরীক্ষা, শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষা কমিটি সূত্র জানায়, এই কেন্দ্রে এক হাজার ৫৪ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা বলবৎ ছিল প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, ‘পরীক্ষা দিতে কোনো ধরনের সমস্যা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি। সকলেই সহযোগিতাপূর্ণ আচরণ করেছে।’ তবে কেন্দ্রে ঘড়ি না থাকায় সময় মেনটেইন করা সমস্যা হয়েছে বলে জানান তিনি।

হাসনাৎ করিম নামের এক অভিভাবক বলেন, ‘পরীক্ষা দিতে আসার পর কোনো প্রতিবন্ধকতা আসেনি। সবকিছু ঠিক ছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কড়া নিরাপত্তায় সব বিধি মেনে সুষ্ঠুভাবে সকল ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত