Ajker Patrika

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি ঘোষণা 

প্রতিনিধি, ঢাবি
জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি ঘোষণা 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ আগস্ট সকাল ৭: ১৫টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সকাল ১০: ৩০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় নজরুল বিশেষজ্ঞ হিসেবে জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখবেন। 

এ ছাড়া, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া'য় কোরআনখানি অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত