Ajker Patrika

জাককানইবি শিক্ষার্থীরা ফি দেবেন অনলাইনে

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৪৪
জাককানইবি শিক্ষার্থীরা ফি দেবেন অনলাইনে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের কাছ থেকে সকল ফি আদায়ের জন্য অনলাইনভিত্তিক সফটওয়্যার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে ডিজিটাল লেনদেনে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবেন বলে জানানো হয়েছে।

গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই চুক্তি সাক্ষর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন ও ব্যাংকের পক্ষে ময়মনসিংহ জেনারেল ম্যানেজারস কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদ চুক্তিপত্রে সাক্ষর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. তারিকুল ইসলাম, ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার মোহাম্মদ কবির হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য প্রশাসনিক ভবনে স্থাপিত সোনালী ব্যাংকের এটিএম বুথ ফিতা কেটে উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত