সবকিছু তো কোচরা বলে দেবে না, মিরাজদের সালাহউদ্দিন
পরাজয়ের স্বাদ কেমন হয়, সেটা বাংলাদেশ ভুলতেই বসেছিল। দীর্ঘ ৬ বছর পর সেটা পরশু রাতে সেন্ট কিটসে টের পেল বাংলাদেশ। টানা ১১ ওয়ানডে জয়ের পর বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই হারে এখন সিরিজে টিকে থাকাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।