Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে গড়া মুরালির রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৪: ৩৫
মুরালিধরনের ১৯ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক। ছবি: সংগৃহীত
মুরালিধরনের ১৯ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শততম টেস্ট এর চেয়ে দারুণভাবে আর কী করে রাঙাতে পারতেন মিচেল স্টার্ক! আগুনে বোলিংয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। সেটাও তিনি করলেন গোলাপি বলের টেস্টে। জ্যামাইকায় দিবারাত্রির টেস্টে তাঁর বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।

বোলারদের দাপটে জ্যামাইকায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টেস্টে পুরো তিন দিনও খেলা হয়নি। ১০৪৫ বলের খেলায় রান হয়েছে ৫১৬। এই ম্যাচে পুরো ৪০ উইকেটেরই পতন হয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেছে। এই ইনিংসে ৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের শততম টেস্টে সেরা বোলিংয়ের কীর্তিটা নিজের করে নিলেন স্টার্ক। শততম টেস্টে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন মুরালিধরন।

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে স্টার্ক বোলিং করেছেন ৪৫ বল। ১.২ ইকোনমিতে খরচ করেছেন কেবল ৯ রান। ৭.৩ ওভারের মধ্যে ৪ ওভারই দিয়েছেন মেডেন। যেখানে ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই নিয়েছেন ৩ উইকেট। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের ৪০০তম উইকেট নিলেন স্টার্ক। একই ওভারের তৃতীয় বলে শাই হোপকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট তুলে নিলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের চেয়ে টেস্টে দ্রুততম ৫ উইকেট আর কোনো বোলার নিতে পারেননি।

হোপকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ১৬ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টার্ক। আর ১৫তম ওভারের তৃতীয় বলে জেইডেন সিলসকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সেরা বোলিংয়ের পাশাপাশি ম্যাচে স্টার্ক নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার ১৭৬ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেন, ‘আজ (গত রাতে) যে দ্রুত এতকিছু ঘটবে, তা আমরা কল্পনাও করিনি। পুরো সিরিজেই আমরা ঠিক জায়গায় বোলিং করেছি। আজও (গত রাতে) সেটা ধরে রেখেছি।’

ম্যান অব দ্য ম্যাচের মতো ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও পেলেন স্টার্ক। সিরিজে নিয়েছেন ১৫ উইকেট। পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান। জ্যামাইকায় গত রাতে সিরিজের তৃতীয় টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘দারুণ একটা সিরিজ কেটেছে। হাসিমুখে বাড়ি ফিরব এখন।’ শততম টেস্টের সেরা বোলিংয়ের পাশাপাশি ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪০০ উইকেটের কীর্তি গড়ে স্টার্ক হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের মধ্যমণি। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে নিয়ে বোল্যান্ড বলেন, ‘শততম টেস্টে ৪০০ উইকেট নেওয়া আসলে বিশেষ কিছু। তিনি কঠোর পরিশ্রম করেছেন। নিজের শরীরের যত্ন নিয়েছেন এসব অর্জনের জন্য।’

২০১০ সালে অস্ট্রেলিয়ার সবশেষ বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন পিটার সিডল। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে সিডলের সেই কীর্তির ১৫ বছর পর গত রাতে দশম অজি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন বোল্যান্ড। হ্যাটট্রিকের কীর্তি গড়ার পর বোল্যান্ড বলেন, ‘আমি ওই বলটা (হ্যাটট্রিক বল) করার সময় নার্ভাস ছিলাম। অবিশ্বাস্য লাগছে। প্রথম সেশনে ১০ উইকেট যে পড়ে যাবে, এমনটা আশাও করিনি।’ ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে শতভাগ সাফল্যের হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষে এখন অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত