Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক ব্যাটিং নিয়ে অধিনায়কের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের হতশ্রী ব্যাটিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন অধিনায়ক রস্টন চেজ। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের হতশ্রী ব্যাটিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন অধিনায়ক রস্টন চেজ। ছবি: ক্রিকইনফো

১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট—এমন স্কোরকার্ড দেখে কীইবা বলার থাকে! দলের এমন অবস্থায় অধিনায়কই তো সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের এমন হতশ্রী ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝেরেছেন দলটির অধিনায়ক রস্টন চেজ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে লিডসহ তাদের স্কোর হয়ে যায় ২০৩ রান। ২০৪ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের হাতে গতকাল তৃতীয় দিনের আরও দুই সেশন বাকি ছিল। চতুর্থ ও পঞ্চম দিনের হিসেব করলে ২০০-এর বেশি ওভার খেলতে পারত উইন্ডিজ। কিন্তু মাত্র ৮৭ বলেই শেষ সবকিছু। ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার ডাক মেরেছেন। একমাত্র জাস্টিন গ্রিভস দুই অঙ্ক (১১) ছুঁতে পেরেছেন। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন উইন্ডিজ অধিনায়ক চেজ, ‘খুবই হতাশাজনক এটা। আমরা বারবার ম্যাচ জেতার মতো অবস্থায় যাচ্ছি। কিন্তু শেষ ইনিংসে গিয়েই যে হাল ছেড়ে দিচ্ছি। ৩০ রানের নিচে অলআউট হওয়া সত্যিই খুব লজ্জাজনক।’

এবারের ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি টেস্টের কোনোটিই পাঁচ দিনে গড়ায়নি। বার্বাডোজে সিরিজের প্রথম টেস্ট ও গত রাতে শেষ হওয়া জ্যামাইকায় গোলাপি বলের টেস্ট—দুটি ম্যাচেরই ফল এসেছে তিন দিনে। মাঝে সেন্ট জর্জেসে দ্বিতীয় টেস্ট চার দিনে গড়িয়েছে বৃষ্টির কারণেই। সিরিজে

ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান করেছেন উইন্ডিজের ব্র্যান্ডন কিং।

উইকেট পুরোপুরি বোলিংবান্ধব না হলেও ব্যাটারদের জন্য ব্যাটিং করা কঠিন ছিল বলে মনে করেন চেজ। জ্যামাইকায় গত রাতে তৃতীয় টেস্ট শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমার মতে উইকেট খুব কঠিন ছিল। বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল। তবে ব্যাটিং করা আসলেই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম কোনো সিরিজ, যেখানে কোনো ব্যাটারই করতে পারেনি সেঞ্চুরি।’

জ্যামাইকায় গত রাতে তিনদিনে শেষ হওয়া গোলাপি বলের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১৭৬ রানে। সিরিজের প্রথম দুই টেস্টেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেননি উইন্ডিজ ব্যাটাররা। প্রথম ও দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ১৫৯ ও ১৩৩ রানে। তিন টেস্টে ১০০-এর বেশি রানে হেরে যাওয়া মানতে পারছেন না চেজ। অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়ার পর উইন্ডিজ অধিনায়ক বলেন,‘খুবই হৃদয়বিদারক এটা। কারণ, আমরা তিন টেস্টেই একই কাজ করেছি।ভুলগুলো থেকে কিছুই শিখছি না। এদিকে নজর দিতে হবে।’

টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বাজে রেকর্ডটি ৭০ বছর ধরে নিউজিল্যান্ডেরই রয়েছে। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে। এই তালিকায় দুইয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। কাকতালীয়ভাবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বাজে দুটি রেকর্ডই হয়েছে ঘরের মাঠে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত