গালির ফাঁদে নাটক সিরিজ
কয়েক বছর ধরে নানাভাবেই কথা বলা হচ্ছে, নাটকে আমরা কী দেখছি, তা নিয়ে। কথা হচ্ছে, নাটকে আমরা কী শুনছি, তা নিয়েও! কেউ বলছেন, নাটক তো বিনোদন, এখানে শিক্ষা নিতে আসবেন না। প্রশ্ন হচ্ছে, বিনোদন বলেই কি যা ইচ্ছে তাই বলা যায়। কী দেখছি আর শুনছির মাঝে এখন বড় ইস্যু হয়ে উঠছে ‘গালি’।