Ajker Patrika

টিজারে দেখা মিলল ড্রাগ ডিলার বাঁধনের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৮: ৩৮
টিজারে দেখা মিলল ড্রাগ ডিলার বাঁধনের

দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করেছেন শঙ্খ দাশগুপ্তর ‘গুটি’ ওয়েব সিরিজে। অভিনয়ের প্রয়োজনে প্রতিবারই ভিন্ন ভিন্ন লুকে চমকে দেওয়া বাঁধনকে এই ওয়েব সিরিজে দেখা যাবে একজন ড্রাগ ডিলারের চরিত্রে। বুধবার রাতে প্রকাশ পেয়েছে গুটির প্রথম টিজার। এতে দেখা যায় শরীরের বিশেষ অঙ্গের মাধ্যমে মাদক পাচারের কাজ করেন বাঁধন।

নতুন এই ওয়েব সিরিজের জন্য বাঁধনকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় সিনেমার পরিচালক ও লেখক অনুরাগ কশ্যপ। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামের ডে রিলে ‘গুটি’র ছোট্ট একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘অল দ্য বেস্ট বাঁধন। আফটার রেহেনা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া।’ লেখার নিচের দিকে আগুনের স্টিকার জুড়ে দিয়েছেন তিনি। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বাঁধন অভিনীত ভারতীয় সিনেমা ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ রচিত, পরিচালিত ও প্রযোজিত এই সিনেমাটি তৈরি হচ্ছে অমর ভূষণের ‘এস্কেপ টু নোহোয়ার’ উপন্যাস অবলম্বনে।

অনুরাগ কশ্যপ‘গুটি’ ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ দারুণভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’

বাঁধনের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ আরও অনেকে। ওয়েব সিরিজটি শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত