Ajker Patrika

মৃণাল সেন হবেন চঞ্চল

মৃণাল সেন হবেন চঞ্চল

বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। চলতি বছর মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকীতে প্রয়াত পরিচালককে নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন সিনেমা নির্মাণের ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

এর মধ্যে সৃজিত বানাবেন প্রয়াত পরিচালকের বায়োপিক, যার নাম ‘পদাতিক’। সেই থেকে সবার মনে প্রশ্ন, পর্দায় কে হচ্ছেন মৃণাল সেন?

অবশেষে জানা গেল উত্তর, বাংলাদেশের চঞ্চল চৌধুরী হচ্ছেন মৃণাল সেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সৃজিত মুখোপাধ্যায় পর্দায় মৃণাল হওয়ার প্রস্তাব দিয়েছেন চঞ্চলকে। এই বিষয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখনো সব চূড়ান্ত হয়নি। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, যখন সবকিছু চূড়ান্ত হবে তখন অফিশিয়ালি ঘোষণা দেব।’

মৃণাল সেনএদিকে মৃণাল সেনের বায়োপিক প্রসঙ্গে তাঁর ছেলে কুণাল সেন জানিয়েছেন, মৃণাল সেনের জীবন নিয়ে এক কাল্পনিক বায়োপিক হবে ‘পদাতিক’।

সম্প্রতি মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘কারাগার’ পার্ট-২-এর টিজার। সবাই ভেবেছিলেন, প্রথম কিস্তিতে যে রহস্য জিইয়ে রাখা হয়েছে, এবার তার সমাপ্তি ঘটবে। কিন্তু টিজারে চঞ্চলকে বলতে শোনা গেল, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু।’

চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। নতুন সিজনে নতুন দুটি চরিত্রে হাজির হচ্ছেন তারিক আনাম খান ও দিব্য জ্যোতি। ২২ ডিসেম্বর হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত