আজ মুক্তি পাচ্ছে ‘হাই অন লাইফ’
আজ রাত ৯টায় ওটিটি প্ল্যাটফর্ম ‘ঝাক্কাস’-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’। অ্যাডভেঞ্চার, ক্রাইম, রোমান্স, থ্রিলার—সবই আছে এই সিরিজে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন। আরিফ এ আহনাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, তানভীর হুরাইরা, ওয়াহিদা হুসেইন, আবীর মির্জা, আসিফ খান, র