Ajker Patrika

ওয়েব সিরিজে মিথিলা, ভিলেন হলেন আগুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯: ১৪
ওয়েব সিরিজে মিথিলা, ভিলেন হলেন আগুন

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। সিরিজের নাম ‘দ্য হলি গান’। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। আগুনের বিপরীতে আছেন রাফিয়াত রশীদ মিথিলা। ঢাকার মিরপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।

সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, ‘থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। মিথিলার চরিত্র সম্পর্কে এখন কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন, এটা নিশ্চিত করতে পারি।’

মিথিলা ভারতে থাকতেই মোবাইল ফোনে গল্প শুনেছিলেন। এরপর হোয়াটসঅ্যাপে তাঁর কাছে পাণ্ডুলিপি পাঠানো হয়। জুয়েল বলেন, ‘মিথিলা প্রথম থেকেই ভালো গল্পে কাজ করেন। আমি তাঁকে গল্প শোনানোর সময় ভয়ে ছিলাম। গল্প পছন্দ না হলে তো তিনি রাজি হবেন না। অথচ চরিত্রটিতে তাঁকে খুব দরকার। তিনি গল্পটি পছন্দ করেছেন। আমাকে শিডিউলও দিয়েছেন।’

রাফিয়াত রশীদ মিথিলাসিরিজটিতে প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছেন আগুন। খলচরিত্রে কাজ করা প্রসঙ্গে আগুন বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সব সময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্ট দেখতে চায়, একজন অ্যান্টি-হিরোকেও তা-ই। সেই দিক থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি চরিত্রটিতে অভিনয় করে।’

 আগুনখলচরিত্রে কাজের অভিজ্ঞতা জানিয়ে আগুন আরও বলেন, ‘যেহেতু চরিত্রটি মন্দ, তাই এর প্রতি দর্শকের রি-অ্যাক্টও হয় বেশি। আর একজন অভিনেতা হিসেবে দর্শকের মন ছুঁয়ে যাওয়াটাই আমার লক্ষ্য।’

‘দ্য হলি গান’-এ আগুন ও মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। শিগগিরই সিরিজটি মুক্তি পাবে সিনেবাজ অ্যাপসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত