খায়রুল বাসার নির্ঝর
২০২২ সালে দেশে ওয়েব প্ল্যাটফর্মের যত বাড়বাড়ন্ত হয়েছে, ততটাই পিছিয়েছে টেলিভিশন মাধ্যম। ভিন্ন স্বাদের বেশকিছু সিনেমা-সিরিজ উপহার দেওয়ায় সম্ভাবনাময় মাধ্যম হিসেবে ওটিটির গ্রহণযোগ্যতা বেড়েছে। অন্যদিকে বৈচিত্র্যময় অনুষ্ঠান দিতে অনেকটাই ব্যর্থ হয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এ দুই মাধ্যমে গত এক বছরের ঘটনার হিসাব টানলেন খায়রুল বাসার নির্ঝর
টেলিভিশন
২০২১-এর টিভি অনুষ্ঠানের সালতামামি টানতে গিয়ে গত বছর লেখা হয়েছিল ‘কিছুটা অর্জন, অনেকটা হতাশা’। ২০২২-এ এসে এই ‘অর্জন’ আরও কমেছে। টিভির ধারাবাহিক নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। জনপ্রিয় ছিল এক ঘণ্টার নাটক। তবে সেটাও দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তুলনায় টিভি চ্যানেলের বিকল্প হিসেবে আরও শক্তভাবে দাঁড়িয়ে গেছে ইউটিউব। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান টিভিতে নাটক প্রচারের বদলে ইউটিউবকে বেছে নিয়েছে। সে নাটকগুলোতে জনপ্রিয় শিল্পীরাই কাজ করছেন।
চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, ইন্তেখাব দিনার, মেহজাবীন, তাসনিয়া ফারিণসহ টিভি নাটকে যেসব শিল্পী নিয়মিত কাজ করতেন, তাঁরা ওয়েব কনটেন্টে গিয়ে আরও পরিচিতি পেয়েছেন। নানা কারণেই এখন টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা।নাটকের মান নিয়ে অনেক সমালোচনা থাকলেও কিছু নির্মাতা চেষ্টা করেছেন ভালো কাজ উপহার দেওয়ার। ‘লিলুয়া’, ‘ভয়েস ক্লিপ’, ‘প্রশ্রয়’, ‘সাদা প্রাইভেট’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘ফুলের নামে নাম’, ‘নিহত নক্ষত্র’, ‘এখানেই শেষ নয়’, ‘পুনর্জন্ম ৩’, ‘শুরুটাই সুন্দর’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউস’, ‘ম্যাটিনি শো’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘রিকশা গার্ল’, ‘হট প্যাটিস’, ‘নায়ক’, ‘সান্তাক্লজ’ নাটকগুলো প্রশংসা পেয়েছে।অনুষ্ঠানের বৈচিত্র্য খুব একটা চোখে পড়েনি। তবে পাঁচ বছর পর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে চ্যানেল আই।
ওটিটি
ওয়েবে বছরটা খুব দারুণভাবে শুরু হয়েছিল। জানুয়ারিতে চরকি নিয়ে এসেছিল ‘শাটিকাপ’ সিরিজ। একটি প্রত্যন্ত অঞ্চলের গল্প, অভিনয়শিল্পী, নির্মাতা—সবাই নতুন। তবুও ভিন্ন রকম গল্পের বয়ান, প্রাণবন্ত অভিনয় আর নির্মাণের কারণে সিরিজটি নিয়ে রব উঠেছিল ওই সময়। ওটিটিতে এই সুসময় পরবর্তী সময়ে ধরে রেখেছে ‘পেট কাটা ষ’, ‘কাইজার’, ‘কারাগার ১ ও ২’, ‘বোধ’, ‘দৌড়’, ‘নিখোঁজ’, ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজগুলো। এ ছাড়া ‘রেডরাম’, ‘এই মুহূর্তে’, ‘টান’, ‘সাহস’, ‘শুক্লপক্ষ’, ‘গুণিন’, ‘সাবরিনা’ ওয়েব ফিল্মগুলোও আলোচিত ছিল। তবে বছরজুড়ে ওটিটি শুধু কাহিনিচিত্রের জয়গান গেয়েছে। তেমন কোনো ডকুমেন্টারি কিংবা ভিন্ন ধরনের কোনো কনটেন্ট এ মাধ্যমে চোখে পড়েনি।
আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ওটিটি এ বছর করেছে—শিল্পীদের নতুনভাবে চেনানো। আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, এ কে আজাদ সেতু, রওনক হাসান, রুনা খান, এফ এস নাঈম, তাসনিয়া ফারিণের মতো শিল্পীরা আরও ব্যাপকভাবে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের ওটিটি কনটেন্ট নিয়ে পশ্চিমবঙ্গেও যথেষ্ট আলোচনা তৈরি হতে দেখা গেছে এ বছর। সেই আলোচনা আরও বড় আকারে ছড়িয়েছে ‘কারাগার’ সিরিজের কারণে। বছর শেষে ‘কারাগার’-এর দ্বিতীয় সিজন নিয়ে অনেকেই কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন। তবুও বলতে হবে, সিরিজটি গত কয়েক বছরে দেশের অন্যতম সেরা ওটিটি কনটেন্ট।
২০২২ সালে দেশে ওয়েব প্ল্যাটফর্মের যত বাড়বাড়ন্ত হয়েছে, ততটাই পিছিয়েছে টেলিভিশন মাধ্যম। ভিন্ন স্বাদের বেশকিছু সিনেমা-সিরিজ উপহার দেওয়ায় সম্ভাবনাময় মাধ্যম হিসেবে ওটিটির গ্রহণযোগ্যতা বেড়েছে। অন্যদিকে বৈচিত্র্যময় অনুষ্ঠান দিতে অনেকটাই ব্যর্থ হয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এ দুই মাধ্যমে গত এক বছরের ঘটনার হিসাব টানলেন খায়রুল বাসার নির্ঝর
টেলিভিশন
২০২১-এর টিভি অনুষ্ঠানের সালতামামি টানতে গিয়ে গত বছর লেখা হয়েছিল ‘কিছুটা অর্জন, অনেকটা হতাশা’। ২০২২-এ এসে এই ‘অর্জন’ আরও কমেছে। টিভির ধারাবাহিক নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। জনপ্রিয় ছিল এক ঘণ্টার নাটক। তবে সেটাও দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তুলনায় টিভি চ্যানেলের বিকল্প হিসেবে আরও শক্তভাবে দাঁড়িয়ে গেছে ইউটিউব। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান টিভিতে নাটক প্রচারের বদলে ইউটিউবকে বেছে নিয়েছে। সে নাটকগুলোতে জনপ্রিয় শিল্পীরাই কাজ করছেন।
চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, ইন্তেখাব দিনার, মেহজাবীন, তাসনিয়া ফারিণসহ টিভি নাটকে যেসব শিল্পী নিয়মিত কাজ করতেন, তাঁরা ওয়েব কনটেন্টে গিয়ে আরও পরিচিতি পেয়েছেন। নানা কারণেই এখন টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা।নাটকের মান নিয়ে অনেক সমালোচনা থাকলেও কিছু নির্মাতা চেষ্টা করেছেন ভালো কাজ উপহার দেওয়ার। ‘লিলুয়া’, ‘ভয়েস ক্লিপ’, ‘প্রশ্রয়’, ‘সাদা প্রাইভেট’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘ফুলের নামে নাম’, ‘নিহত নক্ষত্র’, ‘এখানেই শেষ নয়’, ‘পুনর্জন্ম ৩’, ‘শুরুটাই সুন্দর’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউস’, ‘ম্যাটিনি শো’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘রিকশা গার্ল’, ‘হট প্যাটিস’, ‘নায়ক’, ‘সান্তাক্লজ’ নাটকগুলো প্রশংসা পেয়েছে।অনুষ্ঠানের বৈচিত্র্য খুব একটা চোখে পড়েনি। তবে পাঁচ বছর পর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে চ্যানেল আই।
ওটিটি
ওয়েবে বছরটা খুব দারুণভাবে শুরু হয়েছিল। জানুয়ারিতে চরকি নিয়ে এসেছিল ‘শাটিকাপ’ সিরিজ। একটি প্রত্যন্ত অঞ্চলের গল্প, অভিনয়শিল্পী, নির্মাতা—সবাই নতুন। তবুও ভিন্ন রকম গল্পের বয়ান, প্রাণবন্ত অভিনয় আর নির্মাণের কারণে সিরিজটি নিয়ে রব উঠেছিল ওই সময়। ওটিটিতে এই সুসময় পরবর্তী সময়ে ধরে রেখেছে ‘পেট কাটা ষ’, ‘কাইজার’, ‘কারাগার ১ ও ২’, ‘বোধ’, ‘দৌড়’, ‘নিখোঁজ’, ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজগুলো। এ ছাড়া ‘রেডরাম’, ‘এই মুহূর্তে’, ‘টান’, ‘সাহস’, ‘শুক্লপক্ষ’, ‘গুণিন’, ‘সাবরিনা’ ওয়েব ফিল্মগুলোও আলোচিত ছিল। তবে বছরজুড়ে ওটিটি শুধু কাহিনিচিত্রের জয়গান গেয়েছে। তেমন কোনো ডকুমেন্টারি কিংবা ভিন্ন ধরনের কোনো কনটেন্ট এ মাধ্যমে চোখে পড়েনি।
আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ওটিটি এ বছর করেছে—শিল্পীদের নতুনভাবে চেনানো। আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, এ কে আজাদ সেতু, রওনক হাসান, রুনা খান, এফ এস নাঈম, তাসনিয়া ফারিণের মতো শিল্পীরা আরও ব্যাপকভাবে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের ওটিটি কনটেন্ট নিয়ে পশ্চিমবঙ্গেও যথেষ্ট আলোচনা তৈরি হতে দেখা গেছে এ বছর। সেই আলোচনা আরও বড় আকারে ছড়িয়েছে ‘কারাগার’ সিরিজের কারণে। বছর শেষে ‘কারাগার’-এর দ্বিতীয় সিজন নিয়ে অনেকেই কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন। তবুও বলতে হবে, সিরিজটি গত কয়েক বছরে দেশের অন্যতম সেরা ওটিটি কনটেন্ট।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪