Ajker Patrika

তারিক আনাম খানের সঙ্গে প্রথমবার অপু

তারিক আনাম খানের সঙ্গে প্রথমবার অপু

সিনেমার পর সম্প্রতি ওয়েব সিনেমায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে ‘ছায়াবাজি’ নামের ওয়েব সিনেমাটি বানাচ্ছেন সৈয়দ শাকিল। রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং চলছে। এতে প্রথমবারের মতো অপু বিশ্বাস স্ক্রিন শেয়ার করছেন গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে।

‘ছায়াবাজি’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে অপুকে। এক চরিত্রে তিনি মানসিক রোগী। আর তারিক আনাম খান অভিনয় করছেন একজন মনোরোগ চিকিৎসকের ভূমিকায়। অপুকে সারিয়ে তোলার দায়িত্ব নেন তারিক। চিকিৎসক ও রোগীর মধ্যকার একটি দারুণ সম্পর্কের গল্প দেখা যাবে এতে, জানিয়েছেন নির্মাতা সৈয়দ শাকিল।

দীর্ঘদিন ধরে মঞ্চ, টিভি ও সিনেমায় অভিনয় করছেন তারিক আনাম খান। তাঁর মতো গুণী অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। বলছেন, ‘এই প্রথম তাঁর মতো গুণী অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা হলো। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রতিদিনই নতুন কিছু শিখছি। অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়ে আমাকে সহযোগিতা করছেন তিনি।’

আর অপু বিশ্বাসের অভিনয়ের প্রশংসা করে তারিক আনাম খান বলছেন, ‘প্রথমবার অপুর সঙ্গে কাজ। তাকে অনেক পেশাদার মনে হয়েছে। ভালো অভিনয় করার তাগিদ রয়েছে তার মধ্যে।’ সাইকো থ্রিলার ঘরানার ‘ছায়াবাজি’ সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ আরও অনেককেই দেখা যাবে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে আরটিভি। আগামী বছর ‘ছায়াবাজি’ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

এদিকে সম্প্রতি সরকারি অনুদানে নিজের প্রথম প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করেছেন অপু বিশ্বাস। এতে তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত আরেকটি সিনেমা ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই পরিচালনার দায়িত্বে রয়েছেন বন্ধন বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত