প্রথম সিজন প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পায় ‘কারাগার’। সেই থেকে হইচইয়ের এই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শক। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন। নির্মাতা কীভাবে খুলবে সব রহস্যের গিঁট, সেটি দেখার জন্যই দর্শকের আগ্রহ আকাশছোঁয়া।
সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে ২২ ডিসেম্বর। বিশ্বকাপ ফুটবলের কারণেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি নিজেও এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।
প্রথম সিজনের শুরুতে চঞ্চল চৌধুরীকে পাওয়া যায় কারাগারের একটি পরিত্যক্ত সেলে। সে কীভাবে সেখানে এল, তা নিয়ে দর্শকের ছিল কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না। ইশারায় যতটুকু বলে, যাকে নিয়ে বলে সেটা আবার বাস্তবে মিলে যায়। তবে প্রথম সিজনের শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল অভিনীত চরিত্রটি।
দ্বিতীয় সিজনে টুইস্ট আছে আরও। পোস্টারে দেখা গেছে দুজন চঞ্চল মুখোমুখি দাঁড়িয়ে। ধারণা করা হচ্ছে দ্বৈত চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।
প্রথম সিজন প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পায় ‘কারাগার’। সেই থেকে হইচইয়ের এই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শক। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন। নির্মাতা কীভাবে খুলবে সব রহস্যের গিঁট, সেটি দেখার জন্যই দর্শকের আগ্রহ আকাশছোঁয়া।
সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে ২২ ডিসেম্বর। বিশ্বকাপ ফুটবলের কারণেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি নিজেও এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।
প্রথম সিজনের শুরুতে চঞ্চল চৌধুরীকে পাওয়া যায় কারাগারের একটি পরিত্যক্ত সেলে। সে কীভাবে সেখানে এল, তা নিয়ে দর্শকের ছিল কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না। ইশারায় যতটুকু বলে, যাকে নিয়ে বলে সেটা আবার বাস্তবে মিলে যায়। তবে প্রথম সিজনের শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল অভিনীত চরিত্রটি।
দ্বিতীয় সিজনে টুইস্ট আছে আরও। পোস্টারে দেখা গেছে দুজন চঞ্চল মুখোমুখি দাঁড়িয়ে। ধারণা করা হচ্ছে দ্বৈত চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৭ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৮ ঘণ্টা আগে