Ajker Patrika

একেন এবার রাজস্থানে

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৮: ৩৮
Thumbnail image

ওয়েব সিরিজ দিয়েই জনপ্রিয়তা বেড়েছিল একেন বাবুর। সিরিজে পাঁচটি সিজন কাটানোর পর এই সহজ-সরল গোয়েন্দা চরিত্র মুখ দেখায় সিনেমায়। গত এপ্রিলে মুক্তি পেয়েছিল একেন বাবুকে নিয়ে প্রথম সিনেমা ‘দ্য একেন’। এটা হিট হওয়ার পরই ঠিক হয়ে যায়, এবার সিনেমাতেও একেন বাবুকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি হবে। গতকাল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ দ্বিতীয় সিনেমাটির ঘোষণা দিয়েছে। নাম ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’।

সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র পর সিনেমার শুটিং লোকেশন হিসেবে রাজস্থান আলাদা গুরুত্ব পেয়েছে। সেই নস্টালজিয়ার ওপর ভরসা করেই একেনকে এবার রাজস্থানে পাঠিয়ে দিচ্ছেন নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায়। আগামী ডিসেম্বরে শুরু হবে দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থানের শুটিং। নামভূমিকায় যথারীতি অনির্বাণ চক্রবর্তী। দুই সহকারী প্রমথের চরিত্রে সোমক ঘোষ ও বাপ্পাদিত্যর ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায়। আরও থাকছেন সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা, রজতাভ দত্ত ও সুব্রত দত্ত।

একেনের কাহিনির প্যাটার্ন অনুযায়ী রাজস্থানে বেড়াতে গিয়ে নানা ঘটনায় জড়িয়ে পড়ে একেন। এবারের কাহিনি খানিকটা ইতিহাসনির্ভর। একটা মূর্তি চুরি এবং তার সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজির এক ছাত্রীর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে রহস্য ঘনিভূত হয়। একেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলছেন, ‘গোয়েন্দা চরিত্র মানেই তার মধ্যে হিরোসুলভ একটা ব্যাপার থাকবে, এমনটাই আমরা দেখেছি। একেন ঠিক সেই জায়গাতেই আলাদা। সে বুদ্ধিমান, কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে হাস্যরস।’ আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান। তার আগে ডিসেম্বরে একেনের ৬ নম্বর সিরিজ আসবে হইচইতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত