তামিমের জাদুতে গুলশানের রুদ্ধশ্বাস জয়, জিতলেন শান্তরাও
কখনো ব্যাটিংয়ে, কখনোবা বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন আজিজুল হাকিম তামিম। এবারের ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব তামিমের থেকে পাচ্ছে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স। পাশাপাশি অধিনায়কত্ব তো আছেই। মিরপুর শেরেবাংলায় আজ তামিমের ঘূর্ণিতে কুপোকাত শাইনপুকুর ক্রিকেট ক্লাব।