নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব
ক্রীড়া ডেস্ক
একটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ ঘোষণা করেছে।অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের এই দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে ২৪১ রান করে বাছাইপর্বের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। ১০১, ৫১, ৮৩* রানের ইনিংস তিনটি খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ও তিনটি স্টাম্পিং করেছেন। আরেক বাংলাদেশি সুপ্তা ২৬৬ রান করে বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস।
বাংলাদেশসহ চার দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির একাদশে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা আইসিসি একাদশেরও অধিনায়ক। সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন পাকিস্তানের। অপর তিন পাকিস্তানি ক্রিকেটার হলেন মুনিবা আলী, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে আছেন চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন।
বাংলাদেশের মতো স্কটল্যান্ড থেকেও দুই ক্রিকেটার আছেন বাছাইপর্বের একাদশে। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এই দুই স্কটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জ্যোতি-সুপ্তাদের সঙ্গে একাদশে। সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন আরেক বাংলাদেশি রাবেয়া খান। পুরো টুর্নামেন্টে লেগস্পিন ভেলকিতে ৩.৭২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-টুর্নামেন্ট সেরা একাদশ
হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) (উইকেটরক্ষক)
ফাতিমা সানা (পাকিস্তান) (অধিনায়ক)
চিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
নাশরা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়
রাবেয়া খান (বাংলাদেশ)
একটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ ঘোষণা করেছে।অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের এই দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে ২৪১ রান করে বাছাইপর্বের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। ১০১, ৫১, ৮৩* রানের ইনিংস তিনটি খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ও তিনটি স্টাম্পিং করেছেন। আরেক বাংলাদেশি সুপ্তা ২৬৬ রান করে বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস।
বাংলাদেশসহ চার দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির একাদশে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা আইসিসি একাদশেরও অধিনায়ক। সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন পাকিস্তানের। অপর তিন পাকিস্তানি ক্রিকেটার হলেন মুনিবা আলী, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে আছেন চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন।
বাংলাদেশের মতো স্কটল্যান্ড থেকেও দুই ক্রিকেটার আছেন বাছাইপর্বের একাদশে। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এই দুই স্কটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জ্যোতি-সুপ্তাদের সঙ্গে একাদশে। সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন আরেক বাংলাদেশি রাবেয়া খান। পুরো টুর্নামেন্টে লেগস্পিন ভেলকিতে ৩.৭২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-টুর্নামেন্ট সেরা একাদশ
হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) (উইকেটরক্ষক)
ফাতিমা সানা (পাকিস্তান) (অধিনায়ক)
চিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
নাশরা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়
রাবেয়া খান (বাংলাদেশ)
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১০ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১৩ ঘণ্টা আগে