নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪।
১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন এই ব্যাটার। যা দেশের ক্রিকেট ইতিহাসে একক কীর্তি।
বিজয়ের ইতিহাস গড়ার দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। বিকেএসপিতে আজ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় বিজয় খেলেছেন ১০৫ বলের হার না মানা এক ইনিংস। ১ ছক্কা ও ১০টি চারে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি প্রিমিয়ার লিগে এটি বিজয়ের তৃতীয় সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭৬৬ রান নিয়ে শীর্ষে আছেন তিনি।
এর আগে সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ দারুণ শুরু পায় সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন তাঁরা। সাইফ করেন ৫২, তামিমের ব্যাটে আসে ৬৮ রান। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। মাঝের দিকে অধিনায়ক আকবর আলী ২৯, আফিফ হোসেন ধ্রুব ৩২ এবং মেহেদী হাসান মারুফ ১৭ রান করে কিছুটা লড়াই করেন।
গাজী গ্রুপের হয়ে স্পিনার শেখ পারভেজ জীবন ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন। ওয়াসি সিদ্দিক নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় বিজয়ের নেতৃত্বে আত্মবিশ্বাসী শুরু পায় গাজী। সাদিকুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮১ রান। সাদিকুর ৩৬ রানে বিদায় নিলে বিজয় ছোট ছোট জুটি গড়েন শামসুর রহমান শুভ, সাব্বির রহমান শিকদার ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের সঙ্গে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে গিয়ে ৪১ তম ওভারে নিশ্চিত করেন জয়।
সুপার লিগে গাজী গ্রুপের এটি প্রথম জয়। এর আগে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিএল মেথডে ৩ উইকেটে হেরেছিল বিজয়ের দল।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪।
১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন এই ব্যাটার। যা দেশের ক্রিকেট ইতিহাসে একক কীর্তি।
বিজয়ের ইতিহাস গড়ার দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। বিকেএসপিতে আজ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় বিজয় খেলেছেন ১০৫ বলের হার না মানা এক ইনিংস। ১ ছক্কা ও ১০টি চারে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি প্রিমিয়ার লিগে এটি বিজয়ের তৃতীয় সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭৬৬ রান নিয়ে শীর্ষে আছেন তিনি।
এর আগে সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ দারুণ শুরু পায় সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন তাঁরা। সাইফ করেন ৫২, তামিমের ব্যাটে আসে ৬৮ রান। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। মাঝের দিকে অধিনায়ক আকবর আলী ২৯, আফিফ হোসেন ধ্রুব ৩২ এবং মেহেদী হাসান মারুফ ১৭ রান করে কিছুটা লড়াই করেন।
গাজী গ্রুপের হয়ে স্পিনার শেখ পারভেজ জীবন ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন। ওয়াসি সিদ্দিক নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় বিজয়ের নেতৃত্বে আত্মবিশ্বাসী শুরু পায় গাজী। সাদিকুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮১ রান। সাদিকুর ৩৬ রানে বিদায় নিলে বিজয় ছোট ছোট জুটি গড়েন শামসুর রহমান শুভ, সাব্বির রহমান শিকদার ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের সঙ্গে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে গিয়ে ৪১ তম ওভারে নিশ্চিত করেন জয়।
সুপার লিগে গাজী গ্রুপের এটি প্রথম জয়। এর আগে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিএল মেথডে ৩ উইকেটে হেরেছিল বিজয়ের দল।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
৩ ঘণ্টা আগে