ক্রীড়া ডেস্ক
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।
আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।
২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।
আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।
২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৬ মিনিট আগেমার্কো ইয়ানসেনের বলে আন্দ্রে রাসেল বোল্ড হতেই উদযাপন শুরু মুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে। গ্যালারিতে থাকা বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার চোখেমুখে কিছুক্ষণ আগেও যেখানে হতাশার ছাপ ছিল স্পষ্ট, তিনিও তখন শুরু করলেন উদযাপন। রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিগ্বিদিক ছুটছেন পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা।
২৮ মিনিট আগেপাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।
১ ঘণ্টা আগে‘কামব্যাক কিং’ (প্রত্যাবর্তনের রাজা)—ফুটবলে এমন অ্যাখ্যা কেবল এক দলেরই আছে! কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদ পারবে তো। তিন গোলে পিছিয়ে থেকে প্রত্যাবর্তন করাটা সহজ কথা নয়। কিন্তু চ্যাম্পিয়নস লিগের অতীত ইতিহাস কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছে তাদের। আর সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম জোগাচ্ছে সেমিফাইনালের ওঠার
২ ঘণ্টা আগে