Ajker Patrika

আইসিসিতে নিজের সেই চেয়ার ধরে রেখেছেন সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক    
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান আবারও সৌরভ গাঙ্গুলী। ছবি: ফাইল ছবি
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান আবারও সৌরভ গাঙ্গুলী। ছবি: ফাইল ছবি

আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।

আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।

২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত