Ajker Patrika

টানা দুই ম্যাচ জিতেও পাকিস্তান যেখানে পিছিয়ে বাংলাদেশের চেয়ে

ক্রীড়া ডেস্ক    
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত পরশু ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছিল স্বাগতিকেরা। তবে আজ ভেন্যু বদলে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে পাকিস্তানের জিততে একটু কষ্ট করতে হয়েছে।

বৃষ্টির বাগড়ায় আজ এলসিসিএ গ্রাউন্ডে পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ৩২ ওভারে। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় ম্যাচটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ৬ উইকেটের জয় হলেও ম্যাচের ফল পেতে ৩১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তানকে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন স্বাগতিকেরা। তবে তারা নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশের চেয়ে। পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট ‍+০.৫৯৪ ও ‍+৩.৫৬০। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ এখন অবস্থান করছে দুইয়ে।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা। স্বাগতিকদের বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা স্কটল্যান্ডের ইনিংসে বলার মতো স্কোর করতে পেরেছেন ক্যাথরিন ব্রাইস। স্কটল্যান্ড অধিনায়ক ৯৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯১ রান করেছেন। ৩২ ওভারে ৯ উইকেটে ১৮৬ রান করেছে স্কটিশরা।

১৮৭ রানের লক্ষ্যে নেমে ৭.২ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় পাকিস্তান। তৃতীয় উইকেটে মুনিবা আলি ও আলিয়া রিয়াজ গড়েছেন ৯৩ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লো আবেল। ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭১ রান করেছেন মুনিবা। এরপর ফাতিমা সানা ব্যাটিংয়ে নেমে ৮ বলে করেছেন ৭ রান।

দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান। তখন ধীরস্থিরভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সিদরা নাওয়াজ ও আলিয়া। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ৩০.৪ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে স্বাগতিকেরা। ৮ বল হাতে রেখে পাকিস্তানের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আলিয়া। ৭০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপে ফেলে আয়ারল্যান্ড। বৃষ্টির বাগড়ায় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৩ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে আয়ারল্যান্ড শেষ ওভার পর্যন্ত ব্যাটিংও করেছে। হাতে ১ উইকেট নিয়ে শেষ ৫ বলে ৭ রানের সমীকরণ যখন আইরিশরা মেলাতে প্রস্তুত, তখনই সব শেষ হয়ে যায় তাদের। আয়ারল্যান্ডের অলরাউন্ডার আরলেন কেলিকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৩২.২ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় আইরিশরা।

ওয়েস্ট ইন্ডিজের ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে তিন বিভাগেই দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন ম্যাথুস। ওপেনিংয়ে নেমে ১৮ বলে করেছেন ২৩ রান। বোলিংয়ে ৬.২ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। ফিল্ডিংয়ে ধরেছেন তিন ক্যাচ। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন তিন ও চার নম্বরে। এলসিসিএ গ্রাউন্ডে গতকাল থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত