ক্রীড়া ডেস্ক
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত পরশু ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছিল স্বাগতিকেরা। তবে আজ ভেন্যু বদলে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে পাকিস্তানের জিততে একটু কষ্ট করতে হয়েছে।
বৃষ্টির বাগড়ায় আজ এলসিসিএ গ্রাউন্ডে পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ৩২ ওভারে। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় ম্যাচটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ৬ উইকেটের জয় হলেও ম্যাচের ফল পেতে ৩১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তানকে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন স্বাগতিকেরা। তবে তারা নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশের চেয়ে। পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট +০.৫৯৪ ও +৩.৫৬০। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ এখন অবস্থান করছে দুইয়ে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা। স্বাগতিকদের বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা স্কটল্যান্ডের ইনিংসে বলার মতো স্কোর করতে পেরেছেন ক্যাথরিন ব্রাইস। স্কটল্যান্ড অধিনায়ক ৯৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯১ রান করেছেন। ৩২ ওভারে ৯ উইকেটে ১৮৬ রান করেছে স্কটিশরা।
১৮৭ রানের লক্ষ্যে নেমে ৭.২ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় পাকিস্তান। তৃতীয় উইকেটে মুনিবা আলি ও আলিয়া রিয়াজ গড়েছেন ৯৩ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লো আবেল। ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭১ রান করেছেন মুনিবা। এরপর ফাতিমা সানা ব্যাটিংয়ে নেমে ৮ বলে করেছেন ৭ রান।
দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান। তখন ধীরস্থিরভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সিদরা নাওয়াজ ও আলিয়া। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ৩০.৪ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে স্বাগতিকেরা। ৮ বল হাতে রেখে পাকিস্তানের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আলিয়া। ৭০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপে ফেলে আয়ারল্যান্ড। বৃষ্টির বাগড়ায় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৩ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে আয়ারল্যান্ড শেষ ওভার পর্যন্ত ব্যাটিংও করেছে। হাতে ১ উইকেট নিয়ে শেষ ৫ বলে ৭ রানের সমীকরণ যখন আইরিশরা মেলাতে প্রস্তুত, তখনই সব শেষ হয়ে যায় তাদের। আয়ারল্যান্ডের অলরাউন্ডার আরলেন কেলিকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৩২.২ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় আইরিশরা।
ওয়েস্ট ইন্ডিজের ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে তিন বিভাগেই দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন ম্যাথুস। ওপেনিংয়ে নেমে ১৮ বলে করেছেন ২৩ রান। বোলিংয়ে ৬.২ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। ফিল্ডিংয়ে ধরেছেন তিন ক্যাচ। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন তিন ও চার নম্বরে। এলসিসিএ গ্রাউন্ডে গতকাল থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত পরশু ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছিল স্বাগতিকেরা। তবে আজ ভেন্যু বদলে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে পাকিস্তানের জিততে একটু কষ্ট করতে হয়েছে।
বৃষ্টির বাগড়ায় আজ এলসিসিএ গ্রাউন্ডে পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ৩২ ওভারে। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় ম্যাচটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ৬ উইকেটের জয় হলেও ম্যাচের ফল পেতে ৩১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তানকে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন স্বাগতিকেরা। তবে তারা নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশের চেয়ে। পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট +০.৫৯৪ ও +৩.৫৬০। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ এখন অবস্থান করছে দুইয়ে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা। স্বাগতিকদের বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা স্কটল্যান্ডের ইনিংসে বলার মতো স্কোর করতে পেরেছেন ক্যাথরিন ব্রাইস। স্কটল্যান্ড অধিনায়ক ৯৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯১ রান করেছেন। ৩২ ওভারে ৯ উইকেটে ১৮৬ রান করেছে স্কটিশরা।
১৮৭ রানের লক্ষ্যে নেমে ৭.২ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় পাকিস্তান। তৃতীয় উইকেটে মুনিবা আলি ও আলিয়া রিয়াজ গড়েছেন ৯৩ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লো আবেল। ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭১ রান করেছেন মুনিবা। এরপর ফাতিমা সানা ব্যাটিংয়ে নেমে ৮ বলে করেছেন ৭ রান।
দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান। তখন ধীরস্থিরভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সিদরা নাওয়াজ ও আলিয়া। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ৩০.৪ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে স্বাগতিকেরা। ৮ বল হাতে রেখে পাকিস্তানের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আলিয়া। ৭০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপে ফেলে আয়ারল্যান্ড। বৃষ্টির বাগড়ায় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৩ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে আয়ারল্যান্ড শেষ ওভার পর্যন্ত ব্যাটিংও করেছে। হাতে ১ উইকেট নিয়ে শেষ ৫ বলে ৭ রানের সমীকরণ যখন আইরিশরা মেলাতে প্রস্তুত, তখনই সব শেষ হয়ে যায় তাদের। আয়ারল্যান্ডের অলরাউন্ডার আরলেন কেলিকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৩২.২ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় আইরিশরা।
ওয়েস্ট ইন্ডিজের ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে তিন বিভাগেই দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন ম্যাথুস। ওপেনিংয়ে নেমে ১৮ বলে করেছেন ২৩ রান। বোলিংয়ে ৬.২ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। ফিল্ডিংয়ে ধরেছেন তিন ক্যাচ। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন তিন ও চার নম্বরে। এলসিসিএ গ্রাউন্ডে গতকাল থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
২ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৪ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে