Ajker Patrika

রিশাদের অন্য রকম অভিষেক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ১১
লাহোর কালান্দার্সের একাদশে আজ সুযোগ পেয়েছেন রিশাদ। ছবি: এক্স
লাহোর কালান্দার্সের একাদশে আজ সুযোগ পেয়েছেন রিশাদ। ছবি: এক্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহোরের টুপি পরিয়ে দেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

রিশাদের অভিষেক ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে লাহোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান করেছে তারা। ফখর জামান ১৮ ও আব্দুল্লাহ শফিক ৩৬ রানে ব্যাট করছেন।

পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছে লাহোর। সেই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক ও বোলিংয়ে ১ ওভারে ১৭ রান খরচ করেন ভিসে। এমন পারফরম্যান্সের জেরে আজ একাদশ থেকে বাদ পড়েন এই প্রোটিয়া অলরাউন্ডার।

গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে যেতে পারেননি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড বিভাগ থেকে তাঁকে দলে টানে লাহোর। এছাড়া গোল্ডেন বিভাগ থেকে নাহিদ রানাকে পেশোয়ার জালমি ও লিটন দাসকে দলে নেয় করাচি কিংস। যদিও চোটের কারণে লিটনের পিএসএল শুরুর আগেই শেষ হয়ে যায়। তাই পাকিস্তান থেকে ফিরতে হয় তাঁকে। জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততার কারণে এখনো পাকিস্তানে যেতে পারেননি নাহিদ। প্রথম টেস্টের পর পেশোয়ারে যোগ দেবেন এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত