জাদেজাকে ‘বড় মঞ্চের ঘোড়া’ মনে করছেন রোহিত
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই রবীন্দ্র জাদেজা অনবদ্য। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, জাদেজা তাঁর পুরোটাই নিংড়ে দিয়ে পারফর্ম করেন। বড় মঞ্চ পেলে জাদেজা যে জ্বলে ওঠেন, তা এবারের বিশ্বকাপে দারুণভাবে প্রমাণ করে চলেছেন। বড় মঞ্চে ভারতের এই ব্যাটিং অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে রোহিত