Ajker Patrika

বাদ মোস্তাফিজ, তানজিম সাকিবের বিশ্বকাপ অভিষেক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪: ৩৮
বাদ মোস্তাফিজ, তানজিম সাকিবের বিশ্বকাপ অভিষেক

টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। 
 
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 

অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার। 

বাংলাদেশের একাদশ:  
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব

শ্রীলঙ্কার একাদশ:  
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত