ক্রীড়া ডেস্ক
টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৮ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৮ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৯ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৯ ঘণ্টা আগে