বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেললেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে কি না, তা সুতোয় ঝুলছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে সাকিব আল হাসানদের।
লক্ষ্য পূরণ করতে হলে বাংলাদেশকে শেষ ২ ম্যাচে জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই। এমন বাঁচা-মরার ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম।
ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে আউট করেন শরীফুল। ৪ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটিও গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ম্যাচের নিয়ন্ত্রণ যখন আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাঁদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কার স্টাম্প ভেঙে দিয়ে। ৩৬ বলে ৪১ রান করেছেন শ্রীলঙ্কার ওপেনার।
৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব। এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন।
নির্দিষ্ট সময়েই ম্যাথুস মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এ ঘটনার পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তাঁর। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেললেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে কি না, তা সুতোয় ঝুলছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে সাকিব আল হাসানদের।
লক্ষ্য পূরণ করতে হলে বাংলাদেশকে শেষ ২ ম্যাচে জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই। এমন বাঁচা-মরার ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম।
ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে আউট করেন শরীফুল। ৪ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটিও গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ম্যাচের নিয়ন্ত্রণ যখন আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাঁদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কার স্টাম্প ভেঙে দিয়ে। ৩৬ বলে ৪১ রান করেছেন শ্রীলঙ্কার ওপেনার।
৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব। এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন।
নির্দিষ্ট সময়েই ম্যাথুস মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এ ঘটনার পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তাঁর। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
১ ঘণ্টা আগেকীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের কাহিনি যেন শেষ হয়েও হলো না শেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচটার কথাই ধরা যাক। ম্যাচ বাতিল হলেও রেশটা এখনো রয়ে গেছে। বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে ভারত-পাকিস্তানের ডব্লিউসিএলের ম্যাচটা নিয়ে।
৩ ঘণ্টা আগেমিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে