বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেললেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে কি না, তা সুতোয় ঝুলছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে সাকিব আল হাসানদের।
লক্ষ্য পূরণ করতে হলে বাংলাদেশকে শেষ ২ ম্যাচে জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই। এমন বাঁচা-মরার ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম।
ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে আউট করেন শরীফুল। ৪ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটিও গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ম্যাচের নিয়ন্ত্রণ যখন আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাঁদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কার স্টাম্প ভেঙে দিয়ে। ৩৬ বলে ৪১ রান করেছেন শ্রীলঙ্কার ওপেনার।
৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব। এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন।
নির্দিষ্ট সময়েই ম্যাথুস মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এ ঘটনার পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তাঁর। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেললেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে কি না, তা সুতোয় ঝুলছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে সাকিব আল হাসানদের।
লক্ষ্য পূরণ করতে হলে বাংলাদেশকে শেষ ২ ম্যাচে জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই। এমন বাঁচা-মরার ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম।
ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে আউট করেন শরীফুল। ৪ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটিও গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ম্যাচের নিয়ন্ত্রণ যখন আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাঁদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কার স্টাম্প ভেঙে দিয়ে। ৩৬ বলে ৪১ রান করেছেন শ্রীলঙ্কার ওপেনার।
৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব। এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন।
নির্দিষ্ট সময়েই ম্যাথুস মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এ ঘটনার পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তাঁর। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে