অয়ন রায় অংকন,ঢাকা
শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের দিকে, তখনই শুরু করেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন কোহলি। পাল্লা দিয়ে রান করে শচীনের অনেক রেকর্ড কোহলি তো ভেঙেছেনই, তেমনি শচীনের অনেক রেকর্ডে ভাগও বসাচ্ছেন তিনি (কোহলি)। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১০০ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাতে কোহলি পারবেন কি না, সেই আলোচনাও চলছে অনেকদিন।
ওয়ানডেতে ৪৮ সেঞ্চুরি নিয়ে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে ১১৯ বলে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার, যা এই ভারতীয় ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। একই সঙ্গে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন কোহলি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করেছেন শচীন ও কোহলি। একই সঙ্গে কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি সংখ্যা হয়ে গেল ৭৯টি। যার মধ্যে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির পাশাপাশি টেস্টে করেছেন ২৯ সেঞ্চুরি। আর বাকি সেঞ্চুরিটি এসেছে টি-টোয়েন্টি সংস্করণে।
ইনিংসের হিসাবে সেঞ্চুরি রূপান্তরে কোহলি এগিয়েই আছেন শচীনের চেয়ে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণে ৫৭১ ইনিংস খেলে কোহলি করেছেন ৭৯ সেঞ্চুরি। একটি সেঞ্চুরি করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৭.২৩ ইনিংস। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮২ ইনিংস ব্যাটিং করা শচীনের সেঞ্চুরি ১০০ টি। একবার তিন অঙ্ক ছুঁতে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির লেগেছে ৭.৮২ ইনিংস। আর ওয়ানডেতে ইনিংসের হিসাবে সেঞ্চুরিতে শচীনের চেয়ে ঢের এগিয়ে কোহলি। এই সংস্করণে কোহলির একটি সেঞ্চুরির জন্য লেগেছে ৫.৬৫ ইনিংস। প্রতি সেঞ্চুরির জন্য শচীনের অপেক্ষা করতে হয়েছে ৯.২২ ইনিংস।
শচীনের চেয়ে অনেক দিক থেকে কোহলি ঢের এগিয়ে রয়েছেন ঠিকই, তবে সেঞ্চুরির সেঞ্চুরি কোহলি করতে পারবেন কি না সেই ব্যাপারে রয়েছে অনেক যদি কিন্তু। ভারতীয় এই রান মেশিনের বর্তমানে বয়স ৩৫ বছর। যেখানে ৩৮-৩৯ বছর বয়স হলেই ক্রিকেটাররা অবসরের ঘোষণা দেন। যদি ২০২৭ সাল পর্যন্ত ধরা হয়, তাহলে কোহলির হাতে রয়েছে তিন বছর। ১০০ সেঞ্চুরি করতে গড়ে প্রতি বছরে ৭টি করে সেঞ্চুরি করতে হবে তাঁকে।
কোহলি অবশ্য নিজের সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিতে পারতেন। ২০২৩ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আউট হয়েছেন ৮৫,৯৫ ও ৮৮ রান করে। এর আগে ইবাদত হোসেনের স্যালুটের পর ৩৩ মাস সেঞ্চুরির দেখা পাননি কোহলি। ২০১৯ এর ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে তিন অঙ্ক ছোঁয়ার পর রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কোহলিকে। ফিফটি পেলেও সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারছিলেন না। অবশেষে ২০২২ এর ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এশিয়া কাপে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির সেঞ্চুরি বাকি ছিল, সেই সংস্করণেই পেয়ে গেলেন সেঞ্চুরি। দুবাইয়ে সেঞ্চুরিসহ হিসাব করলে সর্বশেষ ১৪ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সেঞ্চুরি করেছেন ৯টি। বয়সের সঙ্গে অনেক ক্রিকেটারেরই ফর্মে ভাটা পড়ে ঠিকই, তবে নামটা যেহেতু কোহলি, আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যদি পারফর্ম করতে পারেন, তাহলে ১০০ সেঞ্চুরির বিপক্ষে কয়জনই বা বাজি ধরতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে রানের রেকর্ডে শচীন আছেন সবার ওপরে। সেই সংখ্যাটাও অনেক। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৮২ ইনিংস ব্যাটিং করে ৩৪৩৫৭ রান করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারা করেছেন ২৮০১৬ রান। চার নম্বরে থাকা কোহলির রান এখন ২৬৩১০। রানের রেকর্ডে শচীনকে ছোঁয়া কোহলির জন্য তুলনামূলক কঠিনই বলা চলে। সেই তুলনায় শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙা কোহলির পক্ষে সম্ভব। অবশ্য সেঞ্চুরির সংখ্যাটাও ধরাছোঁয়ার অনেক বাইরে নেওয়ার সুযোগ শচীনের কাছে ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে নার্ভাস নাইন্টিজে তিনি কাটা পড়েছেন ২৭ বার। যার মধ্যে টেস্টে ১০ বার ও ওয়ানডেতে ১৭ বার নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন শচীন।
শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের দিকে, তখনই শুরু করেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন কোহলি। পাল্লা দিয়ে রান করে শচীনের অনেক রেকর্ড কোহলি তো ভেঙেছেনই, তেমনি শচীনের অনেক রেকর্ডে ভাগও বসাচ্ছেন তিনি (কোহলি)। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১০০ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাতে কোহলি পারবেন কি না, সেই আলোচনাও চলছে অনেকদিন।
ওয়ানডেতে ৪৮ সেঞ্চুরি নিয়ে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে ১১৯ বলে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার, যা এই ভারতীয় ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। একই সঙ্গে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন কোহলি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করেছেন শচীন ও কোহলি। একই সঙ্গে কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি সংখ্যা হয়ে গেল ৭৯টি। যার মধ্যে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির পাশাপাশি টেস্টে করেছেন ২৯ সেঞ্চুরি। আর বাকি সেঞ্চুরিটি এসেছে টি-টোয়েন্টি সংস্করণে।
ইনিংসের হিসাবে সেঞ্চুরি রূপান্তরে কোহলি এগিয়েই আছেন শচীনের চেয়ে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণে ৫৭১ ইনিংস খেলে কোহলি করেছেন ৭৯ সেঞ্চুরি। একটি সেঞ্চুরি করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৭.২৩ ইনিংস। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮২ ইনিংস ব্যাটিং করা শচীনের সেঞ্চুরি ১০০ টি। একবার তিন অঙ্ক ছুঁতে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির লেগেছে ৭.৮২ ইনিংস। আর ওয়ানডেতে ইনিংসের হিসাবে সেঞ্চুরিতে শচীনের চেয়ে ঢের এগিয়ে কোহলি। এই সংস্করণে কোহলির একটি সেঞ্চুরির জন্য লেগেছে ৫.৬৫ ইনিংস। প্রতি সেঞ্চুরির জন্য শচীনের অপেক্ষা করতে হয়েছে ৯.২২ ইনিংস।
শচীনের চেয়ে অনেক দিক থেকে কোহলি ঢের এগিয়ে রয়েছেন ঠিকই, তবে সেঞ্চুরির সেঞ্চুরি কোহলি করতে পারবেন কি না সেই ব্যাপারে রয়েছে অনেক যদি কিন্তু। ভারতীয় এই রান মেশিনের বর্তমানে বয়স ৩৫ বছর। যেখানে ৩৮-৩৯ বছর বয়স হলেই ক্রিকেটাররা অবসরের ঘোষণা দেন। যদি ২০২৭ সাল পর্যন্ত ধরা হয়, তাহলে কোহলির হাতে রয়েছে তিন বছর। ১০০ সেঞ্চুরি করতে গড়ে প্রতি বছরে ৭টি করে সেঞ্চুরি করতে হবে তাঁকে।
কোহলি অবশ্য নিজের সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিতে পারতেন। ২০২৩ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আউট হয়েছেন ৮৫,৯৫ ও ৮৮ রান করে। এর আগে ইবাদত হোসেনের স্যালুটের পর ৩৩ মাস সেঞ্চুরির দেখা পাননি কোহলি। ২০১৯ এর ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে তিন অঙ্ক ছোঁয়ার পর রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কোহলিকে। ফিফটি পেলেও সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারছিলেন না। অবশেষে ২০২২ এর ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এশিয়া কাপে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির সেঞ্চুরি বাকি ছিল, সেই সংস্করণেই পেয়ে গেলেন সেঞ্চুরি। দুবাইয়ে সেঞ্চুরিসহ হিসাব করলে সর্বশেষ ১৪ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সেঞ্চুরি করেছেন ৯টি। বয়সের সঙ্গে অনেক ক্রিকেটারেরই ফর্মে ভাটা পড়ে ঠিকই, তবে নামটা যেহেতু কোহলি, আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যদি পারফর্ম করতে পারেন, তাহলে ১০০ সেঞ্চুরির বিপক্ষে কয়জনই বা বাজি ধরতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে রানের রেকর্ডে শচীন আছেন সবার ওপরে। সেই সংখ্যাটাও অনেক। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৮২ ইনিংস ব্যাটিং করে ৩৪৩৫৭ রান করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারা করেছেন ২৮০১৬ রান। চার নম্বরে থাকা কোহলির রান এখন ২৬৩১০। রানের রেকর্ডে শচীনকে ছোঁয়া কোহলির জন্য তুলনামূলক কঠিনই বলা চলে। সেই তুলনায় শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙা কোহলির পক্ষে সম্ভব। অবশ্য সেঞ্চুরির সংখ্যাটাও ধরাছোঁয়ার অনেক বাইরে নেওয়ার সুযোগ শচীনের কাছে ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে নার্ভাস নাইন্টিজে তিনি কাটা পড়েছেন ২৭ বার। যার মধ্যে টেস্টে ১০ বার ও ওয়ানডেতে ১৭ বার নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন শচীন।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে