অমর একুশে বইমেলা: সেলফি তুলুন, বইও কিনুন
বইমেলার ঠিক মাঝখানে টিনের চালার দোতলা ঘর। দেখলে কারও বাড়ি মনে হতে পারে। দর্শনার্থীদের ছবি আর সেলফি তোলার হিড়িক পড়ে বাড়িটি ঘিরে। আকাশ প্রকাশনীর এমন ব্যতিক্রমী স্টল কেবল দৃষ্টিনন্দনই নয়, বিক্রিতেও যোগ হয়েছে নতুন মাত্রা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে স্টলের দেয়ালে সাঁটা একটি লিফলেট। তাতে লেখা, ‘ছবি তুলুন, বই ক