Ajker Patrika

অমর একুশে বইমেলা: সেলফি তুলুন, বইও কিনুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৪১
অমর একুশে বইমেলা: সেলফি তুলুন, বইও কিনুন

বইমেলার ঠিক মাঝখানে টিনের চালার দোতলা ঘর। দেখলে কারও বাড়ি মনে হতে পারে। দর্শনার্থীদের ছবি আর সেলফি তোলার হিড়িক পড়ে বাড়িটি ঘিরে। আকাশ প্রকাশনীর এমন ব্যতিক্রমী স্টল কেবল দৃষ্টিনন্দনই নয়, বিক্রিতেও যোগ হয়েছে নতুন মাত্রা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে স্টলের দেয়ালে সাঁটা একটি লিফলেট। তাতে লেখা, ‘ছবি তুলুন, বই ক্রয় করে আমাদের উৎসাহিত করুন।’

কথার যে সত্যতা আছে, তার প্রমাণ দিলেন প্রকাশনীটির ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম। বললেন, ‘প্রতিবছরই আমরা ব্যতিক্রমধর্মী স্টল করি। গত বছর ছিল কুঁড়েঘর। এই বছর টিনের দোতলা বাড়ি। মাটির ঘরের আদলে করার কথা ছিল। আমাদের প্রকাশনীর মালিক আলমগীর সিকদার লোটন স্যারের পরিকল্পনা। ব্যতিক্রমধর্মী বলে অসংখ্য পাঠক এখানে ছবি তুলতে আসে। সঙ্গে বইও কিনে নিয়ে যাচ্ছে।’

মেলার পূর্ব প্রান্তের দিকে এসে দেখা মেলে পুঁথিনিলয় প্রকাশনীর। দেখলে মনে হয় স্টলের ছাদ করা হয়েছে মস্ত এক বই দিয়ে। স্টলের পাশেও সাজিয়ে রাখা হয়েছে কিছু বই। এক পাঠক প্রশ্ন করলেন, ‘এগুলো কি আসল?’ প্রকাশনীর ব্যবস্থাপক জিসান ফেরদৌসী স্মিত হেসে বললেন, ‘না, এগুলো ডামি।’

বইয়ের এই স্টলের পরিকল্পনা করেছেন প্রকাশনীর স্বত্বাধিকারী শ্যামল পাল। চারুকলার শিক্ষার্থীরা করেছেন এর নকশা। এই বাহারি নকশা পাঠক টানতে কতটুকু প্রভাব ফেলে জানতে চাইলে ব্যবস্থাপক বলেন, ‘প্রভাব তো আছেই। আমাদের এবারের স্টলটি মেলার একটা প্রান্তে পড়ে গেছে। এ কারণে পাঠক কম আসার আশঙ্কা করেছিলাম। কিন্তু দেখলাম, এমন ডিজাইন দেখে অনেকে দেখতে আসে, ভিড় করে। বইও বেচা হচ্ছে।’

এ রকম নান্দনিক নকশায় স্টল আছে মেলাজুড়েই। অন্যপ্রকাশের স্টল সাজানো হয়েছে রিকশাচিত্রের আদলে। সম্প্রতি ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শব্দশৈলী, অনার্য, মিজান, ইউপিএলসহ বেশ কিছু প্রকাশনীর স্টলে নান্দনিকতার ছোঁয়া দেখা গেল।

মেলায় নতুন বই

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল বুধবার সপ্তম দিনে মেলায় এসেছে ৬৯টি বই। এগুলোর মধ্যে গল্পগ্রন্থ ১০টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধের ৬টি, কবিতার ১৫টি, ছড়ার ২টি, শিশুতোষ ৫টি, জীবনীগ্রন্থ ৩টি, রচনাবলী ২টি, বিজ্ঞানবিষয়ক ১টি, সায়েন্স ফিকশন ৩টি। গত সাত দিন মিলিয়ে মেলায় নতুন বইয়ের সংখ্যা ৪১৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত