প্রকাশের ছয় বছর পর নতুন সংস্করণে মেলায় এসেছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’। এর মধ্যে দেড় বছর বাজারে বইটির কোনো মুদ্রিত কপি ছিল না। এবার আরও একটি গল্প যুক্ত করে বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
বইটির গুরুত্বপূর্ণ ভূমিকায় উত্তর–মানব চেতনা ও সাহিত্য প্রসঙ্গ এনেছেন পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বনামধন্য জাপানি ভাষার অনুবাদক অভিজিৎ মুখার্জি। তিনি লিখেছেন, ‘এহ্সানের চোখ আছে ঘটনা সমষ্টি থেকে গল্পটাকে খুঁজে নেওয়ার, তার উপস্থাপনার ধাঁচ নিয়ে ওঁর যে ইনট্যুইটিভ বা স্বজ্ঞাপ্রসূত পক্ষপাত তৈরি হয়, আমার বিশ্বাস, তা অধিকাংশ পাঠককে স্পর্শ করবে, পাঠক উপভোগ করবে। প্রকরণগত কাঠামোর দিক থেকেও এহ্সানের গল্পে কাহিনির উপস্থাপনা বেশ আধুনিক, বুদ্ধিদীপ্ত।’
বইটির ব্যাক কভার মন্তব্য লিখেছেন কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি লেখেন, ‘কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের সঙ্গে সম্পর্ক কম করে হলেও এক দশক তো হবেই। প্রথম পরিচয়েই আমি তার কথা শুনে উপলব্ধি করেছিলাম, এহ্সান বেশ প্রস্তুতি নিয়ে সাহিত্যে প্রবেশ করেছেন। তার পড়াশোনা কতটা বিস্তৃত নিশ্চিত করে বলতে পারব না, কিন্তু নিশ্চিতভাবেই বুঝেছিলাম তার পাঠ গভীর এবং তার নিজস্ব পর্যবেক্ষণও ভিন্ন পথের ইশারাবাহী। “অনভ্যাসের দিনে” নামক তাঁর গল্পের বইটি পড়ে সেই নিশ্চয়তা আরও প্রগাঢ় হয়েছে। পরিপক্ব হাতের কাজ, এবং তা মৌলিকতার অনুগামী।’
রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলায় জন্ম অলাত এহ্সানের। তিনি মূলত গল্পকার। গল্প ছাড়াও প্রবন্ধ ও সমালোচনা লেখেন তিনি। অনুবাদক হিসেবে পেশা শুরু করলেও বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরে চর্চা করে জাপানি ভাষা।
অনভ্যাসের দিনে প্রকাশ হয় ২০১৮ সালে। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে অর্জন প্রকাশনের ৫৮০ নম্বর স্টলে। এ ছাড়া ‘প্রথমা ডট কম’-এ ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি–অর্ডার চলছে।
এই গল্পগ্রন্থ ছাড়াও ‘দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি’ নামে অলাত এহ্সানের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন প্রকাশ করছে বেঙ্গল বুকস (স্টল ৮৮)।
বই: অনভ্যাসের দিন
লেখক: অলাত এহ্সান
প্রকাশক: অর্জন প্রকাশন
(২০২৪ বইমেলায় স্টল ৫৮০)
প্রচ্ছদ: রাজীব দত্ত
গায়ের মূল্য: ৩৫০ টাকা
প্রকাশের ছয় বছর পর নতুন সংস্করণে মেলায় এসেছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’। এর মধ্যে দেড় বছর বাজারে বইটির কোনো মুদ্রিত কপি ছিল না। এবার আরও একটি গল্প যুক্ত করে বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
বইটির গুরুত্বপূর্ণ ভূমিকায় উত্তর–মানব চেতনা ও সাহিত্য প্রসঙ্গ এনেছেন পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বনামধন্য জাপানি ভাষার অনুবাদক অভিজিৎ মুখার্জি। তিনি লিখেছেন, ‘এহ্সানের চোখ আছে ঘটনা সমষ্টি থেকে গল্পটাকে খুঁজে নেওয়ার, তার উপস্থাপনার ধাঁচ নিয়ে ওঁর যে ইনট্যুইটিভ বা স্বজ্ঞাপ্রসূত পক্ষপাত তৈরি হয়, আমার বিশ্বাস, তা অধিকাংশ পাঠককে স্পর্শ করবে, পাঠক উপভোগ করবে। প্রকরণগত কাঠামোর দিক থেকেও এহ্সানের গল্পে কাহিনির উপস্থাপনা বেশ আধুনিক, বুদ্ধিদীপ্ত।’
বইটির ব্যাক কভার মন্তব্য লিখেছেন কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি লেখেন, ‘কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের সঙ্গে সম্পর্ক কম করে হলেও এক দশক তো হবেই। প্রথম পরিচয়েই আমি তার কথা শুনে উপলব্ধি করেছিলাম, এহ্সান বেশ প্রস্তুতি নিয়ে সাহিত্যে প্রবেশ করেছেন। তার পড়াশোনা কতটা বিস্তৃত নিশ্চিত করে বলতে পারব না, কিন্তু নিশ্চিতভাবেই বুঝেছিলাম তার পাঠ গভীর এবং তার নিজস্ব পর্যবেক্ষণও ভিন্ন পথের ইশারাবাহী। “অনভ্যাসের দিনে” নামক তাঁর গল্পের বইটি পড়ে সেই নিশ্চয়তা আরও প্রগাঢ় হয়েছে। পরিপক্ব হাতের কাজ, এবং তা মৌলিকতার অনুগামী।’
রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলায় জন্ম অলাত এহ্সানের। তিনি মূলত গল্পকার। গল্প ছাড়াও প্রবন্ধ ও সমালোচনা লেখেন তিনি। অনুবাদক হিসেবে পেশা শুরু করলেও বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরে চর্চা করে জাপানি ভাষা।
অনভ্যাসের দিনে প্রকাশ হয় ২০১৮ সালে। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে অর্জন প্রকাশনের ৫৮০ নম্বর স্টলে। এ ছাড়া ‘প্রথমা ডট কম’-এ ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি–অর্ডার চলছে।
এই গল্পগ্রন্থ ছাড়াও ‘দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি’ নামে অলাত এহ্সানের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন প্রকাশ করছে বেঙ্গল বুকস (স্টল ৮৮)।
বই: অনভ্যাসের দিন
লেখক: অলাত এহ্সান
প্রকাশক: অর্জন প্রকাশন
(২০২৪ বইমেলায় স্টল ৫৮০)
প্রচ্ছদ: রাজীব দত্ত
গায়ের মূল্য: ৩৫০ টাকা
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৬ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৭ দিন আগে