Ajker Patrika

বয়াতির পাণ্ডুলিপিটি পড়ে ছিল ২৩ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বয়াতির পাণ্ডুলিপিটি  পড়ে ছিল ২৩ বছর

রাজধানীতে বইমেলার মধ্যে ঋদ্ধি প্রকাশনীর সামনে দাঁড়িয়ে দোতারা বাজাচ্ছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। পরনে গেরুয়া পাঞ্জাবি। মাথায় পাগড়ি। আগ্রহী অনেকেই ভিডিও করছেন। মেলায় তাঁর কোনো বই এসেছে নাকি বিনোদনের জন্য এই আয়োজন, জানতে চাইলে মিলল তাঁর জীবনের গল্প।

নেত্রকোনার আব্দুর রহমান বয়াতি তিনি। সবার পরিচিত আব্দুল কুদ্দুস বয়াতি তাঁর শিষ্য। পেশায় বই বাঁধাই করা এই শিল্পীর নেশা গান। বয়াতি নিজাম সরকারের কাছে শিখেছেন তিনি। গান বাঁধতে বাঁধতে লিখতেনও। তেমনই বেশ কিছু পুঁথি লিখে ফেলেন। কিন্তু প্রকাশ আর করতে পারছিলেন না। ঋদ্ধি প্রকাশনী এগিয়ে আসে। এই বইমেলায় তিনি নিয়ে এলেন তাঁর প্রথম বই ‘রক্তে লেখা পুঁথি’।

আব্দুর রহমান বয়াতি বলেন, ‘২৩ বছর পরে এই প্রকাশনী আমার বইটা প্রকাশ করে দিল। আমি খুব দরিদ্র‍ মানুষ। আমার বই বের করার অত পয়সা ছিল না। আমি ৪০ বছর ধরে গান করি। গান আমার নেশা।’

বইটিতে নবাব সিরাজুদ্দৌলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাঙালির ওপর নির্যাতনের কাহিনি কাব্যে লিখেছেন আব্দুর রহমান।

মেলার এক সপ্তাহ পেরিয়েছে। ধীরে ধীরে জমে উঠছে। প্রকাশকেরা জানিয়েছেন, তাঁদের বিক্রিও ধীরে ধীরে বাড়ছে। কথাপ্রকাশের প্রতিনিধি শেখ এ এম ইউনুস জানালেন, ইতিমধ্যে তাঁদের দুটি বইয়ের প্রথম মুদ্রণ শেষ হওয়ার পথে। সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ’ এবং আশানুর রহমানের ‘লেনিন’। গতকাল মেলায় এসেছে উষা গওহরের ভূমিকা ও সম্পাদনায় ‘দাঙ্গার গল্প’। মূলত দাঙ্গা নিয়ে বিভিন্ন লেখকের গল্পসংকলন এটি। বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, বাংলাদেশের ছোটগল্পের দৃষ্টান্ত বা পরম্পরায় অনুভূত হয় দাঙ্গা কোনো আকস্মিক ঘটনা বা মধ্যরাতের দুর্ঘটনা নয়। ব্যক্তি-সম্পর্ক, সমাজমন, রাজনৈতিক অর্থনীতির মূলে এর যোগসূত্র সন্ধান করা দরকার।

কথাপ্রকাশ জানিয়েছে, মেলায় তাদের শতাধিক বই আসবে। এ পর্যন্ত ৫০টির বেশি বই এসেছে।

শব্দশৈলী প্রকাশনী এবার বই আনছে ৪০টির মতো। এরই মধ্যে ৮টি চলে এসেছে। এখন পর্যন্ত তাদের চলছে সায়েন্স অব হিউম্যান বিহেভিয়র এবং সামশাদ সুলতানা খানমের উপন্যাস ‘মেরুপ্রভা’। তৃতীয় লিঙ্গের এক তরুণকে নিয়ে বইয়ের কাহিনি। সে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় ইউরোপে যাওয়ার পথে জলদস্যুদের দিয়ে নিগৃহীত হয়। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তার দেখা হয় তিথির সঙ্গে। সে কি একটি সুন্দর জীবনে ফিরতে পারবে?

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল অষ্টম দিনে মেলায় ১১টি গল্প, ১০টি উপন্যাস, ৪টি প্রবন্ধ, ৫টি শিশুতোষ, ১টি রচনাবলি, ১টি নাটক, ২টি বিজ্ঞানবিষয়ক, ৫টি ভ্রমণ, ১টি ইতিহাস, ৩টি মুক্তিযুদ্ধ অন্যান্য বই মিলে ৮০টি বই এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত