সুযোগ পাবেন নতুন শিল্পীরা
ওটিটির চাপে অনেকটাই কোণঠাসা টেলিভিশন চ্যানেলগুলো। অনলাইন প্ল্যাটফর্মগুলোর যতই বাড়বাড়ন্ত হচ্ছে দেশে, শিল্পীরাও তত ঝুঁকছেন সেদিকে। কারণ, ওয়েব প্ল্যাটফর্মের কাজগুলোতে পারিশ্রমিক যেমন বেশি, কাজও হয় অনেক দিন প্রস্তুতি নিয়ে, বেশ গুছিয়ে। মানেও টিভি নাটকের চেয়ে অনেক এগিয়ে ওয়েব সিরিজ-সিনেমাগুলো।