কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
নতুন জামা ছাড়া যেন ঈদটা জমে ওঠে না। সেই জামা পরে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। বয়সভেদে ঈদের আয়োজন একেক রকম হলেও নতুন জামা যেন সবার চাই-ই চাই। ঈদের দিনের জন্য নতুন জামা কেনার আয়োজন মানেই বিশেষ কিছু। অনেকে তো রমজান মাসের আগেই শুরু করেন ঈদের কেনাকাটা। আবার অনেকেই করেন ঈদের আগের দিনে। সামর্থ্য অনুযায়ী সবাই ঠিকই কিনে ফেলেন নতুন কাপড়। মার্কেটগুলোতে থাকে বেচাকেনার ব্যস্ততা। প্রতিবার বাহারি নামে আর ডিজাইনে আসে নতুন পোশাক। আর এসব পণ্যে থাকে বিশেষ আকর্ষণ।
কীভাবে সেজেছে ঈদবাজার? গাউছিয়া, চাঁদনী চক আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এবার সবচেয়ে চাহিদা আছে নায়রা কাটের জামার। বিশেষ ধরনের কাটের এই জামা কম বয়সী নারীদের আকর্ষণের লক্ষ্যবস্তু। তবে বিভিন্ন বয়সের নারীর পছন্দের তালিকায় রয়েছে এই কাট। বিক্রেতারা বলছেন, এবারের ঈদবাজারে নায়রা কাট, শারারা, ঘারারা ও গাউনের দিকে ঝুঁকছে মানুষ। পাশাপাশি অন্যান্য থ্রি পিস তো আছেই। নায়রা কাট পোশাক মূলত তিন ধরনের নকশার মধ্যে হয়ে থাকে। লম্বা এই কামিজগুলোর পায়জামার ডিজাইন ভিন্ন হয়, কিংবা কোনো জামার পাশে থাকে ফিতা দিয়ে বাঁধা নকশা।
গাউছিয়া মার্কেটের দোতলার বিভিন্ন দোকানে দেখা গেল, নায়রা কাট জামার দাম ৪ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উঠেছে। নেট ও সিল্ক ধরনের কাপড়ের তৈরি এই পোশাক মূলত নকশার কারণে জনপ্রিয়তা পাচ্ছে।
পাশাপাশি নারীদের পছন্দের মধ্যে রয়েছে বড় ঘের দেওয়া পায়জামাসহ থ্রিপিস ঘারারা। জরি, স্টোন আর সুতার কাজ দিয়ে নকশা করা এই পোশাকের দাম ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। একটু ভারী নকশার জামা যাঁদের পছন্দ, তাঁদের কাছে আছে এই পোশাকের কদর। এ ছাড়া আছে বিভিন্ন নকশার গাউন, যেগুলো ২ হাজার থেকে ৪ হাজারের মধ্যে বিক্রি করছেন বিক্রেতারা।
চাঁদনী চকে পাকিস্তানি রং রসিয়া জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। এগুলো আড়াই থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ক্রেতারা। জর্জেট কাপড়ের ওপরে সুতা ও হালকা চুমকি দিয়ে কাজ করা জামা, পায়জামা ও ওড়না এই পোশাকের মূল নকশা। বিক্রেতারা বলছেন, গরমের দিন হলেও এই কাপড়গুলো আরামদায়ক। পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিসগুলো দেদার বিক্রি হচ্ছে। পাশাপাশি চলছে মন্দাকিনির বিভিন্ন ভলিউম। যেগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় মিলবে। এই পোশাকগুলো তরুণী, মধ্যবয়সী নারীসহ সবার পছন্দের তালিকায় রয়েছে। পাকিস্তানি নুরসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা নুরস পাচ্ছেন ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
পাকিস্তানি বারিশ, মুসলিন অরগাঞ্জা ও সুতির থ্রিপিসে আছে বিশেষ ছাড়। মূল্যছাড়ে পাকিস্তানি বারিশ পাওয়া যাবে ৬৫০ থেকে শুরু করে ৯৫০ টাকার মধ্যে। সুতির থ্রিপিসগুলো ৪৫০ থেকে ১ হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।
নতুন জামা ছাড়া যেন ঈদটা জমে ওঠে না। সেই জামা পরে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। বয়সভেদে ঈদের আয়োজন একেক রকম হলেও নতুন জামা যেন সবার চাই-ই চাই। ঈদের দিনের জন্য নতুন জামা কেনার আয়োজন মানেই বিশেষ কিছু। অনেকে তো রমজান মাসের আগেই শুরু করেন ঈদের কেনাকাটা। আবার অনেকেই করেন ঈদের আগের দিনে। সামর্থ্য অনুযায়ী সবাই ঠিকই কিনে ফেলেন নতুন কাপড়। মার্কেটগুলোতে থাকে বেচাকেনার ব্যস্ততা। প্রতিবার বাহারি নামে আর ডিজাইনে আসে নতুন পোশাক। আর এসব পণ্যে থাকে বিশেষ আকর্ষণ।
কীভাবে সেজেছে ঈদবাজার? গাউছিয়া, চাঁদনী চক আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এবার সবচেয়ে চাহিদা আছে নায়রা কাটের জামার। বিশেষ ধরনের কাটের এই জামা কম বয়সী নারীদের আকর্ষণের লক্ষ্যবস্তু। তবে বিভিন্ন বয়সের নারীর পছন্দের তালিকায় রয়েছে এই কাট। বিক্রেতারা বলছেন, এবারের ঈদবাজারে নায়রা কাট, শারারা, ঘারারা ও গাউনের দিকে ঝুঁকছে মানুষ। পাশাপাশি অন্যান্য থ্রি পিস তো আছেই। নায়রা কাট পোশাক মূলত তিন ধরনের নকশার মধ্যে হয়ে থাকে। লম্বা এই কামিজগুলোর পায়জামার ডিজাইন ভিন্ন হয়, কিংবা কোনো জামার পাশে থাকে ফিতা দিয়ে বাঁধা নকশা।
গাউছিয়া মার্কেটের দোতলার বিভিন্ন দোকানে দেখা গেল, নায়রা কাট জামার দাম ৪ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উঠেছে। নেট ও সিল্ক ধরনের কাপড়ের তৈরি এই পোশাক মূলত নকশার কারণে জনপ্রিয়তা পাচ্ছে।
পাশাপাশি নারীদের পছন্দের মধ্যে রয়েছে বড় ঘের দেওয়া পায়জামাসহ থ্রিপিস ঘারারা। জরি, স্টোন আর সুতার কাজ দিয়ে নকশা করা এই পোশাকের দাম ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। একটু ভারী নকশার জামা যাঁদের পছন্দ, তাঁদের কাছে আছে এই পোশাকের কদর। এ ছাড়া আছে বিভিন্ন নকশার গাউন, যেগুলো ২ হাজার থেকে ৪ হাজারের মধ্যে বিক্রি করছেন বিক্রেতারা।
চাঁদনী চকে পাকিস্তানি রং রসিয়া জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। এগুলো আড়াই থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ক্রেতারা। জর্জেট কাপড়ের ওপরে সুতা ও হালকা চুমকি দিয়ে কাজ করা জামা, পায়জামা ও ওড়না এই পোশাকের মূল নকশা। বিক্রেতারা বলছেন, গরমের দিন হলেও এই কাপড়গুলো আরামদায়ক। পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিসগুলো দেদার বিক্রি হচ্ছে। পাশাপাশি চলছে মন্দাকিনির বিভিন্ন ভলিউম। যেগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় মিলবে। এই পোশাকগুলো তরুণী, মধ্যবয়সী নারীসহ সবার পছন্দের তালিকায় রয়েছে। পাকিস্তানি নুরসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা নুরস পাচ্ছেন ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
পাকিস্তানি বারিশ, মুসলিন অরগাঞ্জা ও সুতির থ্রিপিসে আছে বিশেষ ছাড়। মূল্যছাড়ে পাকিস্তানি বারিশ পাওয়া যাবে ৬৫০ থেকে শুরু করে ৯৫০ টাকার মধ্যে। সুতির থ্রিপিসগুলো ৪৫০ থেকে ১ হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।
অতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
৬ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে মাচা নামের উজ্জ্বল সবুজ জাপানি চায়ের চাহিদা এখন আকাশছোঁয়া। যুক্তরাজ্যে স্টারবাকসের লাটে থেকে শুরু করে সিঙ্গাপুরের ক্রিসপি ক্রিম ডোনাট পর্যন্ত—প্রায় সবখানে জুড়ে বসেছে মাচা। এই ‘মাচা ম্যানিয়া’র পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম।
১৬ ঘণ্টা আগেশরীরচর্চা না করেই কি ওজন কমানো সম্ভব? বলিউড তারকা বিদ্যা বালান তো বলছেন, ‘সম্ভব’। যেভাবে কড়া ডায়েট আর কঠোর শরীরচর্চা করার বিষয়ে বলিপাড়ার নায়ক–নায়িকাদের সুনাম রয়েছে, সেখানে বিদ্য়া ওজন কমানোর জন্য ব্যায়ামই করেন না! অবাক করা ব্যাপার না?
১৬ ঘণ্টা আগে