ঈদের কেনাকাটায় ক্রেতার চাপে খুশি বিক্রেতারা
গতকাল রাজধানীর চাঁদনী চক মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের ভিড়ের মধ্য থেকে কানে এল এক নারী ও তাঁর পুত্রের এমন কথোপকথন। এগিয়ে গিয়ে জানা গেল, ওই নারীর নাম ফিরোজা আক্তার, তাঁর ছেলে নাইমুল শুভ্র। মার্কেটে উপচে পড়া ভিড় দেখে ছেলে চাইছে বাসায় ফিরতে।