মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঈশ্বরগঞ্জের ঈদবাজার। আগের দুই বছরের করোনার ধকল সামলে এ বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে ছোট-বড় বিপণিবিতানগুলো সাজিয়েছেন তাঁরা। ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটা। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে দুই বছর ঈদে তেমন বেচাকেনা হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবারের ঈদে চোখ তাঁদের।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জুতার দোকানসহ ছোট-বড় বিপণিবিতান ঘুরে দেখা যায়, সবখানেই রয়েছে ক্রেতাদের আশাব্যঞ্জক উপস্থিতি। তবে সবখানেই নারী ক্রেতাদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। দুই বছর পর চিরচেনা এ রূপে ফিরে আসায় খুশি ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের উপচেপড়া ভিড় ততই বাড়বে এবং বেচাকেনাও বেশি হবে।
শিশুদের জন্য পোশাক কিনতে আসা মোছা. বিউটি আক্তার নামের এক নারী বলেন, ‘ঈদ মানেই কেনাকাটা। কিন্তু করোনার কারণে গত দুই বছর শিশুদের জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারিনি। এ বছর ভালোভাবে কেনাকাটা করে ভালো লাগছে।’
পোশাকের দোকান ঘুরে দেখা যায়, নতুন পোশাকের সমাহার। প্রতিটি দোকানেই ডিসপ্লে করে টাঙিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি, থ্রিপিস শার্ট, টিশার্টসহ ছোট ও বড়দের বিভিন্ন পোশাক। তুলনামূলকভাবে ক্রেতাদের ভিড়ও রয়েছে দোকানগুলোতে। তবে ২০ রোজার পর বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইয়াছিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ বলেন, ‘রোজা শুরু হওয়ার আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে। দোকানে নারীদের বিভিন্ন ধরনের পোশাকের সমারোহ রয়েছে। এবার বেশি বেচাকেনা হচ্ছে ‘কাঁচা বাদাম’ থ্রিপিস এবং জর্জেট জামার।
জিরো প্লাসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। বেচাকেনার ওপর ভিত্তি করে ২৫ রোজা পর্যন্ত আরও সংগ্রহ আসবে।’ রোজার দিন দুপুরের আগে নারীদের ভিড় এবং সন্ধ্যার পর পুরুষ ক্রেতার ভিড় থাকে বলে জানান জাহাঙ্গীর।
নাটাইঘুড়ি প্রসাধনী নামের কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ বলেন, ‘সারা বছর বেচাকেনা যেমনই হোক না কেন, আমাদের টার্গেট থাকে ঈদ। কিন্তু করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা করতে পারিনি। এই ঈদে আশা করছি গত দুই বছরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার অনেকটা পূরণ হয়ে যাবে।’
সপরিবারে কেনাকাটা করতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কেনাকাটা যেহেতু করতে হবে, তাই আগেভাগেই স্ত্রীসহ ছেলেমেয়েদের নিয়ে চলে এসেছি। কেননা রোজার শেষের দিকে ক্রেতাদের চাপ বেড়ে যায়। সেই সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়ে দেন। তাই সাধ্যানুযায়ী কেনাকাটা সেরে ফেলেছি।’ এ সময় সবকিছুর দাম কিছুটা বেশি বলে জানান তিনি।
করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঈশ্বরগঞ্জের ঈদবাজার। আগের দুই বছরের করোনার ধকল সামলে এ বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে ছোট-বড় বিপণিবিতানগুলো সাজিয়েছেন তাঁরা। ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটা। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে দুই বছর ঈদে তেমন বেচাকেনা হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবারের ঈদে চোখ তাঁদের।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জুতার দোকানসহ ছোট-বড় বিপণিবিতান ঘুরে দেখা যায়, সবখানেই রয়েছে ক্রেতাদের আশাব্যঞ্জক উপস্থিতি। তবে সবখানেই নারী ক্রেতাদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। দুই বছর পর চিরচেনা এ রূপে ফিরে আসায় খুশি ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের উপচেপড়া ভিড় ততই বাড়বে এবং বেচাকেনাও বেশি হবে।
শিশুদের জন্য পোশাক কিনতে আসা মোছা. বিউটি আক্তার নামের এক নারী বলেন, ‘ঈদ মানেই কেনাকাটা। কিন্তু করোনার কারণে গত দুই বছর শিশুদের জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারিনি। এ বছর ভালোভাবে কেনাকাটা করে ভালো লাগছে।’
পোশাকের দোকান ঘুরে দেখা যায়, নতুন পোশাকের সমাহার। প্রতিটি দোকানেই ডিসপ্লে করে টাঙিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি, থ্রিপিস শার্ট, টিশার্টসহ ছোট ও বড়দের বিভিন্ন পোশাক। তুলনামূলকভাবে ক্রেতাদের ভিড়ও রয়েছে দোকানগুলোতে। তবে ২০ রোজার পর বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইয়াছিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ বলেন, ‘রোজা শুরু হওয়ার আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে। দোকানে নারীদের বিভিন্ন ধরনের পোশাকের সমারোহ রয়েছে। এবার বেশি বেচাকেনা হচ্ছে ‘কাঁচা বাদাম’ থ্রিপিস এবং জর্জেট জামার।
জিরো প্লাসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। বেচাকেনার ওপর ভিত্তি করে ২৫ রোজা পর্যন্ত আরও সংগ্রহ আসবে।’ রোজার দিন দুপুরের আগে নারীদের ভিড় এবং সন্ধ্যার পর পুরুষ ক্রেতার ভিড় থাকে বলে জানান জাহাঙ্গীর।
নাটাইঘুড়ি প্রসাধনী নামের কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ বলেন, ‘সারা বছর বেচাকেনা যেমনই হোক না কেন, আমাদের টার্গেট থাকে ঈদ। কিন্তু করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা করতে পারিনি। এই ঈদে আশা করছি গত দুই বছরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার অনেকটা পূরণ হয়ে যাবে।’
সপরিবারে কেনাকাটা করতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কেনাকাটা যেহেতু করতে হবে, তাই আগেভাগেই স্ত্রীসহ ছেলেমেয়েদের নিয়ে চলে এসেছি। কেননা রোজার শেষের দিকে ক্রেতাদের চাপ বেড়ে যায়। সেই সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়ে দেন। তাই সাধ্যানুযায়ী কেনাকাটা সেরে ফেলেছি।’ এ সময় সবকিছুর দাম কিছুটা বেশি বলে জানান তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪