খেলোয়াড়দের কথা কেউ ভাবে না, উয়েফাকে ধুয়ে দিলেন ক্লপ
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব