Ajker Patrika

নতুন মৌসুমে পুরোনোদের ওপরই আস্থা ক্লপের

নতুন মৌসুমে পুরোনোদের ওপরই আস্থা ক্লপের

নতুন মৌসুমে আর কোনো ফুটবলার কেনার সম্ভাবনা নেই ইংলিশ ক্লাব লিভারপুলের। অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপ এমনটাই জানিয়েছেন। বর্তমান দলের ওপর যথেষ্ট আস্থা আছে ক্লপের। তিনি মনে করেন, দলে এখন যারা আছে তাদের নিয়েই লিগ জিততে সক্ষম তাঁর দল। 

নতুন মৌসুমে লিভারপুলে এখন পর্যন্ত একমাত্র নতুন মুখ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটে। কোনাটেকে ৩৬ মিলিয়ন ইউরোতে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে অ্যানফিল্ডের দলটি। 

দলবদলে এখনো খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও এই দল নিয়ে দারুণ আশাবাদী ক্লপ বলেছেন ‘যেকোনো ক্লাবই চাইবে দলে নতুন খেলোয়াড় কিনতে। আমরাও দেখব সামনে কি ঘটে। তার আগে চলুন আমাদের স্কোয়াড দেখা যাক। আপনি কি দলে নতুন কোনো ফুলব্যাক চান? কিংবা গোলকিপার চান? আমাদের দলে তো ভালো খেলোয়াড় আছেই।’ 

সব পজিশনের খেলোয়াড়দের ওপরেই ভরসা আছে ক্লপের। মৌসুম শুরুর আগে পজিশন ধরে ধরে দলের খেলোয়াড়দের নাম জানালেন তিনি, ‘মাঝমাঠে আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। যেমন থিয়াগো, ফাবিনিও, হেন্ডারসন, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন এবং নাবি কেইটা। সঙ্গে হার্ভে ইলিয়ট আর কার্টিস জোন্সের মতো প্রতিভাবান তরুণ আছে। দলের আক্রমণে আছে সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহ, দিয়োগো জোতা, তাকুমি মিনামিনো এবং ডিভক অরিগিরা।’ 

দলের এই খেলোয়াড়দের নিয়েই লিগে ভালো কিছু করতে চান ক্লপ। দলে যে আর নতুন কাউকে নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই সেটিও পরিষ্কার করেছেন, ‘আপনাকে পরিবর্তন আনতে হবে সময়ে সময়ে। তবে এটা করতেও কখনো কখনো সময় নিতে হবে। আমরা আর দলে অতিরিক্ত খেলোয়াড় চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত