গত মৌসুমে শেষ দিনের নাটকীয়তায় ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হাতছাড়া করেছে লিভারপুল। গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। মাঝে একবার কেবল সিটির জয়যাত্রা ঠেকাতে পেরেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে সিটিকে পেছনে ফেলে শিরোপা উৎসবে মাতে অ্যানফিল্ডের দলটি।
আগামী মৌসুমেও সিটির সঙ্গে লিভারপুলকে শিরোপা দৌড়ে দেখছে ফুটবল বিশ্লেষকেরা। তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ তেমনটা ভাবছেন না। তাঁর মনে হচ্ছে, সেই সিটিই আবার চ্যাম্পিয়ন হবে। আর নিজের লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে লিভারপুল। এর মাঝে আগামী মৌসুম নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্লপ বলেন, ‘প্রিমিয়ার লিগে শিরোপার জন্য অনেক লড়াই হবে। এটা প্রিমিয়ার লিগ। কে জিতবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত সিটি চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম তবে সিটি টানা ৫-৬ বার চ্যাম্পিয়ন হতো, এই দেশে যা সত্যিই উদ্ভট ব্যাপার। তবে আমাদের লক্ষ্য হচ্ছে, মৌসুমে নিজেদের সেরা খেলাটা খেলা।’
আগামী মৌসুমে নিজেদের মূল লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্লপ আরও বলেন, ‘এটা সব সময় এমন যে, মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া। এটা এখনই অনেক কঠিন। আপনি যদি সেই লক্ষ্য অর্জন করেন এবং তারপর যদি শিরোপা লড়াইয়ের সময় থাকে তবে লড়বেন। এ ছাড়া মৌসুমের বেশির ভাগ সময় লড়াইটা হয় চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য।’
গত মৌসুমে শেষ দিনের নাটকীয়তায় ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হাতছাড়া করেছে লিভারপুল। গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। মাঝে একবার কেবল সিটির জয়যাত্রা ঠেকাতে পেরেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে সিটিকে পেছনে ফেলে শিরোপা উৎসবে মাতে অ্যানফিল্ডের দলটি।
আগামী মৌসুমেও সিটির সঙ্গে লিভারপুলকে শিরোপা দৌড়ে দেখছে ফুটবল বিশ্লেষকেরা। তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ তেমনটা ভাবছেন না। তাঁর মনে হচ্ছে, সেই সিটিই আবার চ্যাম্পিয়ন হবে। আর নিজের লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে লিভারপুল। এর মাঝে আগামী মৌসুম নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্লপ বলেন, ‘প্রিমিয়ার লিগে শিরোপার জন্য অনেক লড়াই হবে। এটা প্রিমিয়ার লিগ। কে জিতবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত সিটি চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম তবে সিটি টানা ৫-৬ বার চ্যাম্পিয়ন হতো, এই দেশে যা সত্যিই উদ্ভট ব্যাপার। তবে আমাদের লক্ষ্য হচ্ছে, মৌসুমে নিজেদের সেরা খেলাটা খেলা।’
আগামী মৌসুমে নিজেদের মূল লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্লপ আরও বলেন, ‘এটা সব সময় এমন যে, মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া। এটা এখনই অনেক কঠিন। আপনি যদি সেই লক্ষ্য অর্জন করেন এবং তারপর যদি শিরোপা লড়াইয়ের সময় থাকে তবে লড়বেন। এ ছাড়া মৌসুমের বেশির ভাগ সময় লড়াইটা হয় চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য।’
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৭ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে