Ajker Patrika

সেরা চারে থাকা হবে বড় অর্জন, বলছেন ক্লপ

সেরা চারে থাকা হবে বড় অর্জন, বলছেন ক্লপ

ঢাকা: পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ শিরোপা জয়। ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো উড়ছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। মুদ্রার অন্য পিঠ দেখতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। চলতি মৌসুমেই মাটিতে নেমে এসেছে অল রেডরা। শিরোপা দূরে থাক, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস খেলার সম্ভাবনাও এখনো খাদের কিনারে। সর্বশেষ ওয়েস্ট ব্রমের বিপক্ষে নাটকীয় জয় না পেলে, এখন হয়তো ইউরোপা লিগের প্রস্তুতিতেই মনযোগ দিতে হতো তাদের। দলের এমন পরিস্থিতিতে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারা বড় অর্জন হবে বলে মনে করছেন ক্লপ।

বার্নলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ক্লপ বলেন, ‘সেরা চারে থাকতে পারা আমাদের জন্য বড় একটি অর্জন হবে। এটা দারুণ ব্যাপার। আমি জানি, শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু এটাই সত্যি।’

চলতি মৌসুমে নিজেদের দুরবস্থা ব্যাখ্যা করতে গিয়ে ক্লপ আরও যোগ করেন, ‘যদি কোনো মৌসুম নিয়ে বই লিখি, যেটা শেষে মন খারাপ হবে তবে এ মৌসুমটিকেই সম্ভবত বেছে নেব। আপনি পড়বেন এবং ভাববেন, ও এটার পর এটা হয়েছে!’

তবে শেষ দিকে এসে ঘুরে দাঁড়াতে পেরে কিছুটা হলেও স্বস্তিতে ক্লপ, ‘কিন্তু এ বছর যাই ঘটুক, আমাদের ভাগ্য এখনো নিজেদের হাতে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত