ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৭ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে