এই তো কদিন আগেই অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জিতেও লিগ শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। মাত্র ১ পয়েন্টের জন্য লিগ শিরোপা জিততে না পারার ক্ষত না শুকানোর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও শেষ হাসি হাসতে পারলেন না ক্লপ। পুরো ম্যাচে দাপট দেখিয়েও প্যারিসে রাতটা নিজেদের করে নিতে পারেননি এই জার্মান কোচ। শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে পরের মৌসুমে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
ক্লপ এখনই জানিয়ে দিয়েছেন, পরের বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আবারও খেলবে তার দল। এজন্য ভক্তদের আগামী বছরের ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের টিকিট কেটে রাখতে বলেছেন তিনি। এর আগে অবশ্য এমন গল্প একবার লিখেছিলেন ক্লপ। ২০১৮ সালে ফাইনালে এই রিয়ালের কাছেই হেরে পরের বছরই শিরোপা জিতেছিল লিভারপুল। আগামী বছরও তেমন কিছুই করে দেখানোর ইচ্ছা ক্লপের।
রিয়ালের কাছে শিরোপা হারের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘এই ছেলেরা দারুণ লড়াকু। অসাধারণ একটা দল আমাদের। আগামী মৌসুমে আমরা আবার একটা অসাধারণ গ্রুপ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সেটা সমস্যা নয়। আগামী বছর ফাইনালটা কোথায়? ইস্তাম্বুল। হোটেল বুক করে রাখুন।’
দল হারলেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। আর প্রতিপক্ষকে নিয়ে ক্লপের মূল্যায়ন,‘যখন একজন গোলরক্ষক ম্যাচসেরা খেলোয়াড় হয়, তখন বুঝতে হবে প্রতিপক্ষ দল কিছু ঠিকঠাক করতে পারেনি। কোর্তোয়া অবিশ্বাস্য তিনটি সেভ করেছে, কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে এ ধরনের সুযোগ আরও বেশি পেলে আমার ভালো লাগত।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
এই তো কদিন আগেই অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জিতেও লিগ শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। মাত্র ১ পয়েন্টের জন্য লিগ শিরোপা জিততে না পারার ক্ষত না শুকানোর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও শেষ হাসি হাসতে পারলেন না ক্লপ। পুরো ম্যাচে দাপট দেখিয়েও প্যারিসে রাতটা নিজেদের করে নিতে পারেননি এই জার্মান কোচ। শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে পরের মৌসুমে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
ক্লপ এখনই জানিয়ে দিয়েছেন, পরের বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আবারও খেলবে তার দল। এজন্য ভক্তদের আগামী বছরের ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের টিকিট কেটে রাখতে বলেছেন তিনি। এর আগে অবশ্য এমন গল্প একবার লিখেছিলেন ক্লপ। ২০১৮ সালে ফাইনালে এই রিয়ালের কাছেই হেরে পরের বছরই শিরোপা জিতেছিল লিভারপুল। আগামী বছরও তেমন কিছুই করে দেখানোর ইচ্ছা ক্লপের।
রিয়ালের কাছে শিরোপা হারের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘এই ছেলেরা দারুণ লড়াকু। অসাধারণ একটা দল আমাদের। আগামী মৌসুমে আমরা আবার একটা অসাধারণ গ্রুপ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সেটা সমস্যা নয়। আগামী বছর ফাইনালটা কোথায়? ইস্তাম্বুল। হোটেল বুক করে রাখুন।’
দল হারলেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। আর প্রতিপক্ষকে নিয়ে ক্লপের মূল্যায়ন,‘যখন একজন গোলরক্ষক ম্যাচসেরা খেলোয়াড় হয়, তখন বুঝতে হবে প্রতিপক্ষ দল কিছু ঠিকঠাক করতে পারেনি। কোর্তোয়া অবিশ্বাস্য তিনটি সেভ করেছে, কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে এ ধরনের সুযোগ আরও বেশি পেলে আমার ভালো লাগত।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২১ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩১ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে