ঝোঁক রেস্তোরাঁর প্যাকেজে
সিলেটের বাসিন্দাদের ইফতারে বিফ চিকেন আখনি, ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি থাকা চাই। এ ছাড়া জিলাপি, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি না হলে চলে না। তবে আগে ঘরোয়া আয়োজনে অভ্যস্ত হলেও এখন দিন বদলেছে। তাঁরা এখন ঝুঁকছেন রেস্তোরাঁর ইফতারে; বিশেষ করে এ সময়ে।