Ajker Patrika

ইফতারের পর উড়োজাহাজে চড়ে সূর্যের দেখা পেলেন—কী করবেন

ইসলাম ডেস্ক
Thumbnail image

ধরা যাক, একজন রোজাদার উড়োজাহাজে ওঠার আগে সূর্য অস্ত গেল অর্থাৎ তাঁর ইফতারের সময় হয়ে গেল। তিনি রোজা ভাঙলেন। ইফতার করার পর তাঁর ফ্লাইট আকাশে উড়ল। কিছু দূর যাওয়ার পর তিনি সূর্য দেখতে পেলেন—এখন তাঁর করণীয় কী? তিনি কি খাওয়া-দাওয়া চালিয়ে যাবেন, নাকি রোজাদার হিসেবে বিরত থাকবেন? 

এই প্রশ্নের জবাবে আলিমগণ বলেছেন, সূর্য ডোবার পর যে ব্যক্তি ইফতার করলেন, এরপর উড়োজাহাজে চড়ে সূর্য দেখতে পেলে, তিনি খাওয়া-দাওয়া করতে পারবেন। তাঁর রোজা এরই মধ্যে সম্পন্ন হয়েছে ধরা হবে। 

হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে ও সূর্য ডুবে যাবে, তখন সাওম পালনকারী ইফতার করবে।’ (বুখারি: ১৯৫৪; মুসলিম: ১১০০) 

সুতরাং যে ব্যক্তি শরিয়তের নির্দেশনা মোতাবেক একবার ইফতার করে ফেলেছেন, তাঁর রোজা পূর্ণ হয়ে গেছে। এরপর খাওয়া-দাওয়া করতে তাঁর জন্য কোনো বিধিনিষেধ নেই। 

সূত্র: আল-মাউসুআতুল মুয়াসসারাহ ফি ফিকহিল কাজায়াল মুআসারাহ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত