ঢেউ খেলানো দালানটা যেন ছোটখাটো একটা শহর
একটা দালান কতটুকু লম্বা হতে পারে? এখন কেউ যদি বলে এক কিলোমিটারের কাছাকাছি, তাহলে নিশ্চয় বিশ্বাস করতে মন চাইবে না আপনার। কিন্তু এ ধরনের দালান সত্যি আছে। তবে এর দেখা পেতে হলে আপনাকে যেতে হবে পোল্যান্ডের শহর গদানস্কে। আরও আশ্চর্য ব্যাপার, এই দালান ঢেউ খেলানো। ১৯৬০-এর দশকের শেষ এবং ১৯৭০-এর দশকের গোড়ার দ