Ajker Patrika

নিষেধাজ্ঞায় কাজ হয়নি, রাশিয়ার তেল রপ্তানি বেড়েছে ব্যাপক

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৯
Thumbnail image

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল রপ্তানির উপর জি-৭ জোটের দেওয়া নিষেধাজ্ঞার সুফল মিলছে না। দাম নিয়ে কড়াকড়ি এড়িয়ে বিশ্ববাজারে দেশটির তেল সরবরাহ বেড়েই চলেছে। এর মধ্যে তেলের দর ক্রমাগতভাবে বাড়ায় দেশটির রাজস্ব আয়ও বাড়বে বলে ভাবছেন বিশ্লেষকরা। 

এবছরের মার্চ-এপ্রিল সময়ের মধ্যে অপরিশোধিত রুশ তেলের সরবরাহ ৫০ শতাংশ বেড়েছে বলে বিশ্লেষণী সংস্থা কেপলারের তথ্য উদ্ধৃত করে ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। 

গত ডিসেম্বরে প্রতি ব্যারেল রাশিয়ার তেলের মূল্য সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করেছিল ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ দেশ ও অস্ট্রেলিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়া অর্থায়ন ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপরেও এই খাতে রাশিয়ার সমৃদ্ধি সন্দেহের বিষয়।

কিয়েভ স্কুল অব ইকোনমিক্সকের (কেএসই) পর্যালোচনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগতভাবে বেড়েছে এবং তার উপর রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে বেশি তেল বিক্রি করতে ছাড় দিচ্ছে রাশিয়া । 

শিপিং ও ইন্স্যুরেন্স রেকর্ডের বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, গত আগস্টে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় তিন-চতুর্থাংশ পশ্চিমা ইনস্যুরেন্স ছাড়া রপ্তানি হয়েছে।

এদিকে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে রাশিয়া সমুদ্রপথে ডিজেল এবং গ্যাসজাত তেল রপ্তানি প্রায় ৩০ শতাংশ কমিয়ে প্রায় ১৭ লাখ মেট্রিক টন করেছে। গত সপ্তাহে ঘোষিত বেশিরভাগ দেশে পেট্রোল এবং ডিজেল রপ্তানির ওপর রাশিয়ার অস্থায়ী নিষেধাজ্ঞা তেল সরবরাহ কমাবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত